প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক
কাশ্মীরের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে ৭ নম্বর লোক কল্যাণ মার্গে সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের গুলাম নবি আজাদ, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহ। এছাড়াও কাশ্মীরের অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। কাশ্মীরের গণতন্ত্র ফেরানোর লক্ষ্যেই এই বৈঠক বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।
সহযোগিতা চাইলেন মোদী
কাশ্মীরের উন্নয়নে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সজ্জাদ লোনে জানিয়েছেন,কাশ্মীরে গণতন্ত্র বজায় রাখতে সব রাজনৈতিক যেন এগিয়ে আসেন। তাঁদের কাছে সাহায্য চেয়েছেন। সামনেই কাশ্মীরের নির্বাচন করানোর কথা ভাবছে মোদী সরকার। সেই নির্বাচনের জন্য ডিলিমিটেশন জরুরি সেটার জন্য সব রাজনৈতিক দলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রতিশ্রুতি পূরণ করবে কেন্দ্র
কাশ্মীরের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আমরা কাশ্মীরের উন্নয়নের জন্য বন্ধ পরিকর। এবং কেন্দ্র কাশ্মীরের উন্নয়নে সবরকম উদ্যোগ নেবে। তার জন্য শান্তিপূর্ণ নির্বাচন এবং ডিলিমিটেশন প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে হলে তবেই ভূস্বর্গের পূর্ণ রাজ্যের মর্যাদা মিলবে বলে জানিয়েছেন তিনি।
বিরোধীদের দাবি
সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ৫টি দাবি রেখেছে বিরোধীরা। প্রথম দাবিটি হল উপত্যকার পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিেয় দেওয়া। কাশ্মীরের বাসিন্দাদের জমির অধিকার সুনিশ্চিত করা। কাশ্মীরের পণ্ডিতদের সমম্মানে ফিরিয়ে আনা। এবং রাজনৈতিক বন্দিদের মুক্ত করা।