জৈব সুরক্ষা বলয় থেকে আদৌ কি রেহাই পাবে ভারতীয় দল
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ড সিরিজ শুরুর মধ্যে ব্যবধান ৪২ দিনের। ততদিন ব্রিটেনেই থাকতে হবে বিরাট কোহলিদের। ক্রিকেট ছাড়াই দেশের সেরা ক্রিকেটারদের এতদিন আটকে রাখার ক্ষেত্রে সম্মতি দিয়েছে বিসিসিআই। দ্বিমত পোষণ করেননি ক্রিকেটাররাও। কেবল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষ হওয়ার পর অন্তত ১৮ থেকে ২০ দিনের জন্য ভারতীয় ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় থেকে ছাড় দেওয়া যায় কিনা, সে ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছিল বিসিসিআই। প্রাথমিকভাবে সেই প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছিল জো রুটদের ক্রিকেট বোর্ড। কিন্তু ইংল্যান্ডে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে কিনা, তা নিয়ে খোদ বিসিসিআই ধন্দে পড়ে গিয়েছে বলে জানিয়েছেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল। পরিস্থিতি যা তাতে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং তাঁদের পরিবারের সদস্যদের শুরু থেকে শেষ পর্যন্ত জৈব সুরক্ষা বলয়েই থাকতে হতে পারে বলে সংকেত দিয়েছেন ধুমল।
ভারত বনাম ইংল্যান্ড
ভারতের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ফলাফলে হেরেছিল ইংল্যান্ড। এবার ঘরের মাঠে বিরাট কোহলিদের বিরুদ্ধে বদলা নেওয়ার সুযোগ পেতে চলেছেন জো রুটরা। আগামী ৪ অগাস্ট নটিংহ্যামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ১২ অগাস্ট থেকে লর্ডসে শুরু হবে। লিডসে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ২৫ অগাস্ট থেকে। দ্য ওভালে ২ সেপ্টেম্বর থেকে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট শুরু হবে। ১০ সেপ্টেম্বর ম্যাঞ্চেস্টারে সিরিজের পঞ্চম টেস্ট শুরু হবে।
কর মুকুম সমস্যার সমাধান করতে পারল কি বিসিসিআই?
করোনা ভাইরাসের আবহে ভারতে যে আইপিএল ২০২১-এর অবশিষ্ট অংশ হবে না, তা আগেই জানিয়ে দিয়েছে বিসিসিআই। সংযুক্ত আরব আমিরশাহীতেই অনুষ্ঠিত হতে চলেছে টুর্নামেন্টের শেষাংশ। অতিমারীর প্রভাব কিছুটা কমলেও দেশে টি২০ বিশ্বকাপের আসর বসানোর সম্ভাবনাও যে ক্রমে অনিশ্চিত হয়ে পড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। কর মুকুব ইস্যু যার অন্যতম কারণ বলে শোনা যাচ্ছে। এ ব্যাপারে আগামী ২৮ জুন পর্যন্ত দেওয়া আইসিসি-র সময়সীমার মধ্যে বিসিসিআই কোনও উত্তর দিতে না পারলে, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। নিজেদের মধ্যে পরপর বৈঠক এবং সরকারের সঙ্গে আলোচনা করেও সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহরা সমস্যার সমাধান করতে পারছেন না বলে খবর।
|
টিম ইন্ডিয়ার পাশে বিসিসিআই
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শোচনীয় হারের পর ভারতীয় ক্রিকেট দলের পাশেই দাঁড়িয়েছে বিসিসিআই। বরং এই কঠিন মুহুর্তে ক্রিকেট প্রেমীদের কাছে বোর্ড আবেদন করেছেন বিরাট কোহলিদের পাশে থাকতে।