পাকিস্তানের লস্কর ও জৈইশ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিক SCO, চাইছেন অজিত দোভাল

সম্প্রতি সাংহাই কোপারেশন অরগানাইজেশনের (SCO) সঙ্গে মিটিং করেন অজিত দোভাল৷ সেখানে ভারতে সক্রিয় পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর জৈইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার কার্যকলাপ নিয়ে আলোচনা করেন ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল৷ SCO- র প্রতিরক্ষা সচিবকে জৈইশ এ লস্করের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন দোভাল৷

SCO কি?

১৫ জুন ২০০১ সালে সাংহাই প্যাক্টের মাধ্যমে জন্ম হয় সাংহাই কোপারেশন অরগানাইজেশানের। পর্থম অবস্থায় চিনের নেতৃত্বে এর সদস্য সংখ্যা ছিল পাঁচ৷ চিন ছাড়াও আরও চারটি দেশ এই এসসিও-র সদস্য ছিল। দেশগুলি হল, কাজাখস্তান, কিরঘিজিস্তান, রাশিয়া, তাজিকিস্তান। পরে একজন সদস্য বাড়ি এই সংগঠনের সদস্য সংস্থা হয় ছয়, উজবেকিস্তান যোগ দেয় SCO-তে৷ এরপর ২০১৭ সালে ভারত ও পাকিস্তান SCO-তে দুই সদস্য দেশ হিসেবে যোগ দেয়। সাংহাই কোপারেশন অরগানাইজেশান মূলত এমন একটি সংগঠন যারা সদস্যদেশগুলিতে শান্তি সমৃদ্ধি রাজনৈতিক স্থিরতা ও অর্থনৈতিক স্থিতাবস্থার জন্য কাজ করে।

জৈইশ- লস্করকে নিয়ে প্রতিবেশী দেশগুলির সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চাইছেন দোভাল?

ভারতে সক্রিয় জঙ্গিগোষ্ঠীগুলি বিভিন্ন দেশকে তাদের 'এস্কেপ পয়েন্ট' বানিয়ে সন্ত্রাসবাদী কাজ চালায়৷ স্বাভাবিকভাবেই সবার সঙ্গে হাত মিলিয়ে জঙ্গি কার্যকলাপ রুখতে চাইছেন দোভাল। ২০১৭ থেকে এই SCO এর সদস্য ভারত৷ সে কথা মনে করিয়ে দিয়ে তাজাখাস্তানের এই মিটিংয়ে দোভাল বলেন, আন্তর্জাতিক সীমাম্ত সন্ত্রাস রুখতে ভারত সবসময় এগিয়ে এসেছে৷ পাশাপাশি এসসিও-র সঙ্গে যুক্ত আফগানিস্তানের গ্রুপগুলিকেও ভারত সবসময় সহযোগিতা করে এসেছে৷ এই গ্রুপগুলিকে আরও সক্রিয় হতে হবে৷ পাশাপাশি এই মিটিংয়ে পাকিস্তানের জঙ্গি আশ্রয়দাতা হিসেবে কাজের বিরোধিতা করেন ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা৷

জঙ্গিরা নতুন প্রযুক্তি ব্যবহার করছ, SCO ওকে সতর্ক করলেন দোভাল

সাংহাই কোপারেশন অরগানাইজেশানের সুরক্ষা সচিবকে সতর্ক করে অজিত দোভাল জানান, জঙ্গিরা অস্ত্র পাচারের জন্য অত্যাধুনিক ড্রোন, ডার্ক ওয়েভ, ব্লক চেইন, আর্টিফিসিয়াল বুদ্ধিমত্তার মতো বিসয়গুলি ব্যবহর করছে৷ এবিষয়ে এখনই সতর্ক হয়ে বড় পদক্ষেপ নিতে হবে৷

মোদী পদবি নিয়ে কটাক্ষ করে বেকায়দায় রাহুল, মানহানির মামলার মুখে পড়ে আদালতে দিলেন সাফাইমোদী পদবি নিয়ে কটাক্ষ করে বেকায়দায় রাহুল, মানহানির মামলার মুখে পড়ে আদালতে দিলেন সাফাই

More AJIT DOVAL News  

Read more about:
English summary
Ajit Doval seeks action from.SCO against Pakistan's Lashkar-e-Taiba and Jaish militant group