করোনার ধাক্কা কর্মসংস্থানে
গত এক বছরে করোনা মহামারীর কারণে দেশে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কর্মসংস্থানে। নতুন চাকরি তো দূর অস্ত কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ। বিমান পরিষেবা থেকে শুরু করে বাণিজ্য সর্বত্র কর্মসংস্থানে বিপুল ধাক্কা এসেছে। বেকারত্বের সংখ্যা গত এক বছরে অনেকটাই বেড়ে গিয়েছে দেশে।
কর্মসংস্থানের ঘোষণা
এই মন্দার বাজারে বিপুল কর্মসংস্থান তৈরির কথা ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি। রিলায়েন্সের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে মুকেশ আম্বানি ঘোষণা করেছেন, রিলায়েন্স রিটেল বিপুল লাভের মুখ দেখে। আগামী দিনে প্রায় ১০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ করতে চলেছে রিলােয়ন্স রিটেল। ইতিমধ্যেই ৬৫ হাজার কর্মসংস্থান তৈরি করেছে রিলায়েন্স রিটেল। প্রায় ২ লক্ষ কর্মী রয়েছে রিলায়েন্স রিটেলে।
বিপুল লাভ রিলায়েন্স রিটেলে
গোটা দেশে মন্দার বাজারের মধ্যেও রিলায়েন্স রিটেল লাভের মুখ দেখেছে। ১৫০০টি নতুন স্টোর খুলেছে রিলায়েন্স রিটেল। আজিও, রিলায়েন্স মার্ট সহ একাধিক ক্ষেত্র বিপুল লাভের মুখ দেখেছে এই এক বছরে। ডিজিটাল ব্যবসায় বিপুল লাভ এসেছে। দেশে নতুন দিগন্ত এনে দিয়েছে ডিজিটাল মার্কেটিং।
জিও স্মার্টফোন
এবার বাজারে জিও স্মার্টফোন আনছে রিলায়েন্স। গুগলের সহযোগিতায় জিও স্মার্টফোনআনার কথা ঘোষণা করেছেন মুকেশ আম্বানি। তিনি জানিয়েছেন সেপ্টেম্বর মাসে গণেশ চতুর্থীতেই দেশবাসী জিও স্মার্টফোন হাতে পাবেন। ভারতকে ২জি মুক্ত করার পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই জিও স্মার্টফোন।
এবার বাজারে নতুন স্মার্ট ফোন আনছে জিও, কবে হাতে পাবেন গ্রাহকরা, ঘোষণা মুকেশ আম্বানির