রেকর্ডে রোনাল্ডো-মেসিও পেরে উঠছেন না সিনক্লেয়ারের সঙ্গে, কে এই ফুটবলার? কী তাঁর কীর্তি?

ইউরো কাপে দাপট দেখিয়ে চলা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এব কোপা আমেরিকায় পায়ের জাদুতে মোহিত করা লিওনেল মেসিও ম্লান হয়ে যাচ্ছেন তাঁর দাপটের সামনে। আন্তর্জাতিক গোল সংখ্যায় ওই ফুটবলারের ধারেকাছেও নেই দুই রথী। কানাডার অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্টিন সিনক্লেয়ার ছাপিয়ে গিয়েছেন সব রেকর্ড। কী এমন কীর্তি গড়লেন এই মহিলা ফুটবলার, তা জেনে নেওয়া যাক।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল

আন্তর্জাতিক গোল সংখ্যায় কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিকে টপকে পাহাড় তৈরি করেছেন ক্রিস্টিন সিনক্লেয়ার। কানাডার হয়ে তিনি ২৯৭টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১৮৬টি। যার ধারেকাছেও নেই রোনাল্ডো ও মেসি। কনাডার মহিলা অনূর্ধ্ব ১৯ ও ২০ দলের হয়েও মোট ১৯টি গোল রয়েছে সিনক্লেয়ারের।

সিনক্লিয়ারের ঝুলিতে একাধিক রেকর্ড

২১ বছর ধরে পোল্যান্ডের মহিলা ফুটবল দলের জার্সি গায়ে লাগাতার খেলে চলা ক্রিস্টিন সিনক্লেয়ার দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (পুরুষ ও মহিলা মিলিয়ে) খেলেছেন। এই প্রেক্ষাপটে বিশ্ব তালিকায় তাঁর সামনে রয়েছেন ক্রিস্টিন লিলি (৩৫৪টি আন্তর্জাতিক ম্যাচ), ক্রিস্টিন পিয়ার্স (৩১১টি আন্তর্জাতিক ম্যাচ) ও কার্লি লয়েড (৩০৪টি আন্তর্জাতিক ম্যাচ)। কানাডার মহিলা ফুটবল দলকে চারট বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন সিনক্লেয়ার। পাঁচটি পৃথক বিশ্বকাপে ন্যূনতম এক গোল করার রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে কানাডার হয়ে ৬টি গোল করেছিলেন সিনক্লেয়ার। যা এক রেকর্ড। ১৪ বার কানাডার বর্ষসেরা ফুটবলার হয়েও ইতিহাস তৈরি করেছেন সিনক্লেয়ার। সম্মানিক ববি রসেনফল্ড পুরস্কারও একাধিকবার জিতেছেন সিনক্লেয়ার। ক্লাব ফুটবলেও ৯২টি গোল রয়েছে তাঁর।

গোলের তালিকার শীর্ষে

আন্তর্জাতিক গোল সংখ্যার (১৮৬টি) নিরিখে শীর্ষ স্থানে রয়েছেন ক্রিস্টিন সিনক্লেয়ার। তালিকার দ্বিতীয় স্থানে থাকা আমেরিকার ওয়ামবাচ দেশের হয়ে ১৮৪টি গোল করেছেন। দ্বিতীয় স্থানে থাকা আমেরিকার মিয়া হামের গোল সংখ্যা ১৫৮। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চন স্থা্নে থাকা আমেরিকার লিলিস জার্মানির ব্রিজিট প্রিঞ্জ (১২৮), স্কটল্যান্ডের লয়েড (১২৫) ও জুয়েলে ফ্লেটিংও (১১৬), তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির থেকে এগিয়ে রয়েছেন।

রোনাল্ডো ও মেসির গোল

পর্তুগালের হয়ে ১৭৮ট ম্যাচ খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১০৯টি গোল করে পুরুষ ফুটবলারদের মধ্যে শীর্ষ সারিতে চলে এসেছেন সিআর সেভেন। ইরানের আলি দায়েইয়ের সঙ্গে একই আসনে বসলেন পর্তুগিজ তারকা। আর্জেন্তিনার হয়ে ১৪৭টি ম্যাচ খেলে লিওনেল মেসি দেশের হয়ে ৭৩টি গোল করেছেন। তালিকায় অনেকটাই পিছনে রয়েছেন এলএম টেন। অন্যদিকে ইউরো কাপের সবকটি সংস্করণ মিলিয়ে গোল সংখ্যার নিরিখে ধরাছোঁয়ার বাইরে গিয়েছেন রোনাল্ডো। বিশ্বে সর্বাধিক পাঁচটি ইউরো কাপে অংশ নিয়ে ১৪টি গোল করেছেন সিআর সেভেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিশেল প্লাতিনির গোল সংখ্যা ৯।

More CRISTIANO RONALDO News  

Read more about:
English summary
Christine Sinclair has more international goal Cristiano Ronaldo and Lionel Messi