উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৫ জুন শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ জুন শনিবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বাকি জেলাগুলিতে লাকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৫ জুন শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৬ জুন শনিবার সকাল পর্যন্তও আবহাওয়া একইরকম থাকতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও আগামী পাঁচ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৩.৬ (৩৩.৫ )
বালুরঘাট ৩২.৮ (৩২ )
বাঁকুড়া ৩২.২ (৩৩.১)
ব্যারাকপুর ৩৩.৮ (৩২.৮)
বহরমপুর ৩৫.৬ (৩৫.৬)
বর্ধমান ৩৫ (৩৫.৮)
ক্যানিং ৩৪ (৩২.৪)
কোচবিহার ৩৪.৩ (৩৪.৫)
দার্জিলিং ২২ (২১.৪)
দিঘা ৩৩.৮ (২৯.২)
কলকাতা ৩৪ (৩২.১)
মালদহ ৩৪.১ (৩৪.১)
পানাগড় ৩৪.৬ (৩৩.৪)
পুরুলিয়া ৩৩.৩ (৩২.৩)
শিলিগুড়ি ৩৩.৪ (৩২.২)
শ্রীনিকেতন ৩৪.৮ (৩২.৫)
ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পঞ্জাব থেকে হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ, উত্তর থাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অপর একটি ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। অপর একটি ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ড থেকে ছত্তিশগড় হয়ে গুজরাত পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর-পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও উত্তর-পূর্ব এবং সংলগ্ন উত্তর-পশ্চিম আরব সাগরের ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।