একদিকে যখন নিত্যনতুন স্ট্রেনের আগমণ ঘটিয়ে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা তেমনই করোনা বাগে আনতেও নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এমতাবস্থায় করোনা টেস্টের এক সহজ উপায় বের করে ফেললেন গবেষকরা। যদিও এতদিন করোনা টেস্টের জন্য আরটি-পিসিআর বা ব়্যাপিড টেস্টের উপরেই সর্বাধিক ভরসা করা হত। কিন্তু গবেষকদের দাবি এখন মোবাইল ফোনের স্ক্রিনের মাধ্যমেও করা যাবে করোনার নমুণা পরীক্ষা এবং তা অনেক সহজেই।
এই ক্ষেত্রে সরাসরি মানুষের শরীরে থেকে লালারস বা সোয়াব নেওয়ার পরিবর্তে করোনায় আক্রান্ত ব্যক্তিদের স্মার্ট ফোনের স্ক্রীন থেকে তা সনাক্ত করা হচ্ছে। তারপরেই তারপরেই তা পাঠানো হচ্ছে টেস্টিংয়ের ডন্য। এই নতুন পদ্ধতির নাম দেওয়া হয়েছে ফোন স্ক্রিন টেস্টিং (PoST)। লন্ডন বিশ্ববিদ্যালয়ের গবেষকরাই প্রথম এই পদ্ধতির খোঁজ পেয়েছেন বলে জানা যাচ্ছে।
পিসিআর টেস্টে যাদের রিপোর্ট পজেটিভ এসেছে ফোন স্ক্রিন টেস্টিংয়ের ক্ষেত্রেও ফলাফল একই এসেছে। অখচ এই পরীক্ষার মান অনেক সঠিক এবং সস্তাও বটে। এমনকী ফলাফল অ্যান্টিজেন টেস্টের থেকেও অনেক বেশি নির্ভর যোগ্য বলে মনে করা হচ্ছে। এতে করোনা সংক্রমণের লক্ষণযুক্ত ব্যক্তিদের সোয়াব নমুনাগুলি নিজেই মোবাইল ফোনের স্ক্রিন থেকেই সহজে পরীক্ষা করা যাবে।
মঞ্জুর আগাম জামিনের আবেদন, গাজিয়াবাদ মামলায় যোগী পুলিশের হাত থেকে সাময়িক রেহাই টুইটার কর্তার
বিজ্ঞানীরা বলছেন তারা গবেষণার সময় দেখেছেন এই পরীক্ষার ক্ষেত্রে ৮১ থেকে ১০০ শতাংশ পর্যন্ত নির্ভুল ফলাফলও এসেছে। তবে ভালো ফলাফল এসেছে ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে। ওয়াকিবহাল মহলের ধারণা বর্তমানে ব়্যাপিড টেস্ট বা আরটিপিআর টেস্ট করতে গেলে যা খরচ তাতে আগামীতে এই টেস্ট করোনা যুদ্ধে বড় দিশা দেখাতে পারে। বাঁচতে পারে সময়, কমতে পারে খরচ।