সাংবিধানিক সীমা লঙ্ঘন করছেন রাজ্যপাল, লোকসভার স্পিকারের কাছে ধনখড়ের নামে নালিশ

রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ দায়ের করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার প্রশাসনে হস্তক্ষেপ করার চেষ্টার অভিযোগ রাজ্যপাল ধনখড়ের বিরুদ্ধে। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরেই রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল। এই নিয়ে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে দরবারও করেছেন রাজ্যপাল ধনখড়।

রাজ্যপালের বিরুদ্ধে নালিশ

রাজ্যপাল জগদীপ ধনখড় বিধানসভার কাজে হস্তক্ষেপ করছেন। বিধানসভা থেকে কোনও বিল পাঠানো হলে সেটা সাক্ষর করছেন না। ফেরত পাঠিয়ে দিচ্ছেন। ধনখড়ের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্পিকার ওম বিড়লা বিভিন্ন রাজ্যের স্পিকারদের নিয়ে বৈঠকে বসেছিলেন। সেই ভার্চুয়াল বৈঠকেই জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিধানসভার কাজে হস্তক্ষেপ করা রাজ্যপালের এক্তিয়ারে পড়ে না। তিনি সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল

দিল্লি থেকে ফিরেই রাজ্যপাল জগদীপ ধনখড় উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। দার্জিলিঙে এক সপ্তাহ থাকবেন তিনি। যেতে পারেন একাধিক জেলায়। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যপাল। তিনি অভিযোগ করেছেন স্বাধীনতার পরে এমন পরিস্থিতি কখনও তৈরি হয়নি। রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

দিল্লিতে নালিশ

রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে দিল্লিতে গিয়ে নালিশ জানিয়ে এসেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত করেছেন। সেখানে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানিয়ে এসেছেন রাজ্যপাল। এমনকী রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সঙ্গেও সাক্ষাত করেছেন রাজ্যপাল। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাষ্ট্রপতিকে নালিশ জানিয়ে এসেছেন তিনি।

মুখ্যমন্ত্রীকে চিঠি

দিল্লি সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল। সেই চিঠিতে রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন কোনও পদক্ষেপ করছে না রাজ্য সরকার এই নিয়ে সরব হয়েছেন তিনি। কেন রাজ্য সরকার সাত সপ্তাহ পরেও কোনও পদক্ষেপ করল না। মুখ্যমন্ত্রী ভোট পরবর্তী হিংসা নিয়ে চুপ কেন প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

More JAGDEEP DHANKHAR News  

Read more about:
English summary
Bengal Assembly speaker complain to speaker Om Birla against Jagdeep Dhankhar