ফিরে দেখা
২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ২৩ জুন হয়েছিল বার্মিংহামের এজবাস্টনে। ২০ ওভারের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিল ইংল্যান্ড। ভারত তুলেছিল ৭ উইকেটে ১২৯। বিরাট কোহলি করেছিলেন সর্বাধিক ৩৪ বলে ৪৩। ২৫ বলে ৩৩ করে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। শিখর ধাওয়ান করেছিলেন ২৪ বলে ৩১। রবি বোপারা নিয়েছিলেন ২০ রানে ৩ উইকেট।
এককভাবে চ্যাম্পিয়ন
২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল শ্রীলঙ্কাতে হয়েছিল। রিজার্ভ ডে-ও বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে ট্রফি ভাগ করে নিতে হয়েছিল শ্রীলঙ্কার সঙ্গে। কিন্তু ২০১৩ সালে এককভাবেই ভারত প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে, মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে। ভারত ইংল্যান্ডকে হারিয়েছিল ৫ রানে। ইংল্যান্ডের পঞ্চম থেকে অষ্টম উইকেট পড়েছিল আট বলের ব্যবধানে মাত্র তিন রানের মধ্যে। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও ইশান্ত শর্মা নিয়েছিলেন ২টি করে উইকেট। জাদেজা হয়েছিলেন ফাইনালের সেরা প্লেয়ার। টুর্নামেন্টের সেরা হয়েছিলেন শিখর ধাওয়ান।
নজিরের হাতছানি
সাউদাম্পটন টেস্টের পঞ্চম দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারত এগিয়ে ৩২ রানে। হাতে ৮ উইকেট। ক্রিজে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বল হাতে সফলরাও প্রথম ইনিংসে উইকেটের মধ্যেই রয়েছেন। ফলে প্রথমবার এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার দিনে কি ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারবে? এটাই এখন বড় প্রশ্ন। সুনীল গাভাসকর অবশ্য বলছেন, এই ফাইনাল জেতার আর সম্ভাবনা নেই ভারতের। হয় ড্র হবে বা নিউজিল্যান্ড জিতবে।
সামির কথায়
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া মহম্মদ শামি সাংবাদিক সম্মেলনে বলেছেন, এত আগে বলা সম্ভব নয় নিউজিল্যান্ডকে অল আউট করতে কত ওভার লাগবে। ইংল্যান্ডে পরিস্থিতি দ্রুত বদলায়। তবে তার আগে আমাদের পর্যাপ্ত রান তুলতে হবে। সেইমতো পরিকল্পনা করে এগোতে হবে। নিজের বোলিং নিয়ে শামি বলেছেন, যখনই আমাকে কোনও দায়িত্ব পালন করতে দেওয়া হয় নিজের সেরাটা উজাড় করে দিই। পরিস্থিতি যা-ই হোক না কেন। আমি জানি অধিনায়ক কী চাইছেন এবং আমি তাঁর নির্দেশমতোই বোলিং করি। উইকেট তুলতে আমাকে অ্যাটাকিং বোলার হিসেবে ব্যবহার করা হয়। সেই দায়িত্ব পালন করি। পাঁচ উইকেট না পাওয়ার হতাশা নেই বলে দাবি করে শামি বলেন, দেশের হয়ে খেলছি। তাই এ ধরনের ব্যক্তিগত মাইলস্টোন নিয়ে ভাবি না। তাই এই সংক্রান্ত আক্ষেপও নেই।
সাউদির দাবি
শুভমান গিল ও রোহিত শর্মাকে আউট করা টিম সাউদির দাবি, তিনরকম ফলাফলের পথই খোলা আছে। ক্রিজে ভারতের সেরা দুই ব্যাটসম্যান রয়েছেন। তাই সকালের পরিস্থিতি বুঝে আমাদের সেরা ফর্মে থাকতে হবে। একটা কঠিন দিন অপেক্ষা করে রয়েছে। আমরা ৫০-এর বেশি লিড নিতে পারলে ভালো হতো। কিন্তু ভারতীয় বোলাররা খুব ভালো বোলিং করেছেন। বুধবার সকালের প্রথম এক বা দুই ঘণ্টাই এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেবে।
বিতাড়িত দর্শক
এদিকে, সোশ্যাল মিডিয়ায় এক ক্রিকেটপ্রেমীর পোস্ট দেখে তৎপর হয়ে সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়াম থেকে পঞ্চম দিনে বের করে দেওয়া হয় দুই দর্শককে, অভব্য আচরণের জন্য। ওই পোস্টে জনৈক ক্রিকেটপ্রেমী দাবি করেছিলেন, তিনি টিভিতে শুনেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটারদের উদ্দেশ করে আপত্তিকর কথা লাগাতার বলা হচ্ছে। এমনকী রস টেলরকে বর্ণবৈষম্যমূলক আক্রমণও করা হচ্ছে দর্শকদের মধ্যে থেকে। তা দেখে আইসিসি-র জেনারেল ম্যানেজার অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস ক্ল্যারি ফারলং সঙ্গে সঙ্গে পদক্ষেপের আশ্বাস দেন। এরপর তিনি জানিয়ে দেন, দুজনকে চিহ্নিত করে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনিতে মহম্মদ সিরাজকে লক্ষ্য করেও বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের জেরে অভিযুক্ত দর্শকদের বের করে দেওয়া হয়েছিল।