ভারতে করোনার দ্বিতীয় স্রোতে কার্যত দাপট দেখিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। বিশ্বে প্রথমবার এই ভ্যারিয়েন্ট ভারতেই পাওয়া যায়। তারপর থেকে এই ভ্যারিয়েন্টের ভয়াবহতা নিয়ে একাধিক বক্তব্য উঠে আসে। এবার ইওরোপিয়ান সেন্টার ফর ডিজিস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে ইওরোপে আসন্ন সময়ে ৯০ শতাংশ নতুন করে তৈরি হওয়া করোনা কেস আসতে পারে ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে।
ইউর তরফে জানানো হচ্ছে যে গরমকালে ইওরোপে ডেল্টা ভ্যারিয়েন্ট সহজে ছড়িয়ে যেতে পারে। বিশেষত কমবয়সীদের মধ্যে অই ভ্যারিয়েন্ট সহজেই ছড়িয়ে যায়। ইউর তরফে জানানো হচ্ছে যে, করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে ডেল্টা অনেক দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। সেই জায়গা থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট অগাস্টের শেষে ধ্বংসাত্মক জায়গায় চলে যেতে পারে। সেই সময় সম্ভবত ইউরোপে ৯০ শতাংশ মানুষের করোনার কারণ হতে পারে ডেল্টা ভ্যারিয়েন্ট।
এদিকে, বিশ্বস্বাস্থ্য সংস্থা হু-এর তরফে আগেই জানানো হয়েছে যে ডেল্টা ভ্যারিয়েন্টের কার্যকরিতা ভ্যাকসিনের কার্যকারিতাকে দুর্বল করে। এদিকে, ইওরোপিয়ান এজেন্সি বলছে, ইউকে তে প্রথম সন্ধান পাওয়া করোনার আলফা ভ্যারিয়েন্টের থেকে ৪০ থেকে ৬০ শতাংশ বেশি সংক্রামক ডেল্টা। এম অবস্থায় ইউরোপে ৮০ এর উর্ধে থাকা ব্যক্তিদের ৩০ শতাংসের ভ্যাকসিন হয়েছে, আর ৬০ এর উপরে বয়সীদের ৪০ শতাংশের ভ্যাকসিন হয়েছে। ফলে ইউএর এজেন্সি বলছে, যত দ্রুত সম্ভব এই মুহূর্তে ভ্যাকসিনেশন প্রয়োজন। সতর্কতার সুরে ইইউ কর্তৃপক্ষ জানিয়েছে , এখনই যদি বন্দোবস্ত না করা যায়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার দিকে যেতে পারে। বাড়তে পারে মৃতের সংখ্যা ও সম্ভাব্য হাসপাতালে ভর্তির সংখ্যা ।