স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর! অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অবশ্যই জানা প্রয়োজন

ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যতটা সম্ভব নগদের ব্যবহার কমিয়ে অনলাইনের ব্যবহারে জোর দিতে বলেন তিনি। সেই মতো আর্থিক লেনদেনেও ইন্টারনেটের ব্যবহার বাড়ে। কমতে থাকে নগদের ব্যবহার। UPI ( Unified Payments Interface) অ্যাপের মাধ্যমে লেনদেন অনেকটা বেড়েছে।

বিল পেমেন্ট থেকে টাকা ট্রান্সফার একাধিক ক্ষেত্রে এখন সহজে অনলাইনের মাধ্যমে করা যায়। তবে এক্ষেত্রে বেশ কিছু সুবিধা রয়েছে তেমন অসুবিধাও রয়েছে। সুবিধা বলতে চোখের পলকে টাকা লেনদেন করা যায়। কিন্তু অনেক ক্ষেত্রে এই আর্থিক লেনদেনে টাকা গায়েব হতে পারে।

তবে গ্রাহকদের সুবিধার কথা ভেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তদের গ্রাহকদের জন্যে UPI - enable/disable সুবিধা নিয়ে এসেছে। এর ফলে অ্যাকাউন্টকে সুরক্ষিত রেখে খুব সহজে অনলাইন লেনদেন করা যাবে। কিন্তু কীভাবে UPI -অপশনটি enable এবং disable করবেন?

এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে। Online SBI or YONO SBI থেকে খুব সহজে এই কাজ করা যাবে। একনজরে দেখে নেওয়া যাক কীভাবে এই অপশনটিকে ব্যবহার করবেন গ্রাহকরা?

Online SBI-তে কীভাবে সম্ভব?

SBI- ইন্টারনেট ব্যাংকিং খুলতে হবে প্রথমে। এরপর মাই প্রোফাইল সেকশনটি ক্লিক করতে হবে। সেখানেই UPI - enable/disable অপশনটি পাওয়া যাবে। সেটিকে একবার ক্লিক করলে enable হবে অন্যদিকে disable করতে আরও একবার ক্লিক করতে হবে।

YONO lite থেকে কীভাবে এই অপশনটি পাবেন?

YONO - অ্যাপে প্রথমে লগ ইন করতে হবে। এরপর সেখান থেকে UPI ট্যাব খুলতে হবে। এরপর enable/disable UPI অপশনটি খুলতে হবে। সেখান থেকে খুব সহজেই UPI অপশনটি enable এবং disable করা যাবে। এতে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে বলে জানাচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।

More SBI News  

Read more about:
English summary
Here is how SBI customers can enable/disable UPI for their account
Story first published: Wednesday, June 23, 2021, 20:24 [IST]