ICC WTC Final : অন্তিম দিনে ভারত-নিউজিল্যান্ড লড়াই হাড্ডাহাড্ডি, পুরো ৯৮ ওভার খেলা হবে কি?

সাউদাম্পটনের এজিয়াস বোলে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পাঁচ দিন শেষ হয়ে গিয়েছে। বৃষ্টিতে ভেস্তে গিয়েছে প্রথম ও তৃতীয় দিনের খেলা। দ্বিতীয় দিন খেলা হলেও মন্দ আলোর জন্য নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দিতে হয়। চতুর্থ দিনে খেলা দেরিতে শুরু হওয়ায় শেষ পর্যন্ত দিনের পুরো ওভার শেষ করা যায়। একমাত্র পঞ্চম দিনেও সম্বৃদ্ধ ক্রিকেট দেখে বিশ্ব। প্রায় চূড়ান্ত পর্বে পৌঁছে যাওয়া দুই দলের হাড্ডাহাড্ডি মোকাবিলা তার লক্ষ্যে পৌঁছবে নাকি মাঝপথেই রণে ভঙ্গ দেবে, তা জেনে নেওয়া যাক।

বৃষ্টির মরসুমে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের যুক্তিগ্রাহ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট প্রেমী থেকে প্রাক্তন ক্রিকেটাররা। এক্ষেত্রে আইসিসি-র পরিুকল্পনা এবং ভাবনা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। ক্ষতিপূরণ হিসেবে ম্যাচে পাঁচ দিনের না হওয়া মুহুর্তগুলিকে জুড়তে রিজার্ভ ডে বা ষষ্ঠ দিনের ওভার সংখ্যা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সাধারণত টেস্ট ক্রিকেটের একদিনে ৯০ ওভার খেলা হয়। সেখানে আজ ৯৮ ওভার খেলা হবে বলে জানানো হয়েছে। আবহাওয়া অনুকূল না থাকলে এদিনের পরিকল্পনাতেও ভাঁটা পড়বে, তা বলার অপেক্ষা রাখে না।

তবে সুখবর শুনিয়েছে আবহাওয়া দফতর। জানিয়ে দিয়েছে যে আজ সাউদাম্পটনে ভারী কিংবা মাঝারি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ প্রধানত মেঘলা থাকলেও মাঝে মাঝেই উঁকিঝুঁকি দেবেন সূর্য দেবতা। ফলে আলো-আঁধারির খেলা চলবে মাঠ জুড়ে। সেই আবহে ভারত বনাম নিউজিল্যান্ডের ষষ্ঠ দিনের খেলাও পরিণতি পাবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দিনের বিভিন্ন সময়ে ৫ শতাংশেরও কম বৃষ্টিপাতের সম্ভাবা থাকায়, খেলা বন্ধ হওয়ার অবস্থা তৈরি হবে না। বুধবার সাউদাম্পটনে দিনের সর্বনিম্ন তাপমাত্রা সাত থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। দিনভর ঠান্ডা হাওয়ার দাপট অব্যাহত থাকবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আগে ব্যাটিং করে ২১৭ রান তুলতে সক্ষম হয়েছিল ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করতে সক্ষম হয়েছিলেন অজিঙ্ক রাহানে। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট নিয়ে ইতিহাস রচনা করেছিলেন কাইল জেমিসন। জবাবে তাদের প্রথম ইনিংসে ২৪৯ রানে অল আউট হয়ে গিয়েছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের হয়ে ৪ উইকেট নিয়ে সাড়া জাগিয়েছেন মহম্মদ শামি। ৩ উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা।

More ICC WORLD TEST CHAMPIONSHIP News  

Read more about:
English summary
ICC WTC Final : Very less chance of rain and will get complete 98 overs
Story first published: Wednesday, June 23, 2021, 9:56 [IST]