ইউরো কাপের গ্রুপ ডি থেকে সরাসরি নক আউট পর্বে পৌঁছে গেল ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ওয়েম্বলিতে স্টার্লিংয়ের গোলে হেরে গ্রুপে তিনে শেষ করল চেক প্রজাতন্ত্র। স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে গোলপার্থক্যে এগিয়ে থেকে শেষ ১৬-এ পৌঁছে গেল ক্রোটরা।