পাকিস্তান সুপার লিগে ঘটল এক নজিরবিহীন ঘটনা। তাও আবার ফাইনালে ওঠার লড়াইয়ে, এলিমিনিটের ২-এ। গতকাল কিছুটা সময় ১০ জনে খেলতে হল পেশোয়ার জালমিকে, ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে।
(ছবি- পাকিস্তান সুুপার লিগ)
ঘটনার সূত্রপাত ম্যাচের ১১তম ওভারে। বোলিং করছিলেন মহম্মদ ইরফান। নিজের স্পেলের শেষ ওভারের শেষ বলটি করতে গিয়ে প্রথমে পড়ে যান। কিছুক্ষণ পর ফের তিনি শেষ বলটি করতে যান। আবারও পড়ে যান। ১২ ওভারে বাউন্ডারির ধারে মহম্মদ ইরফানকে নিয়ে যাওয়া হয় শুশ্রূষার জন্য। তাঁর পরিবর্ত হিসেবে মাঠে নামেন হায়দার আলি।
— PakistanSuperLeague (@thePSLt20) June 22, 2021
দ্বাদশ ওভারটি করেছিলেন আমাদ বাট। এই ওভারের শেষে দেখা যায় আলিকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন আম্পায়ার আলিম দার। তখনও শুশ্রূষা চলছে ইরফানের। আম্পায়ারের নির্দেশে মাঠ ছাড়তে বাধ্য হন আলি। এরপর ১৪ ও ১৫তম ওভার ১০ জনে খেলতে বাধ্য হয় পেশোয়ার জালমি। ইরফানের পরিবর্তে কাউকে মাঠে নামতে দেওয়া হয়নি।
🎊 @PeshawarZalmi will play a record 4th #HBLPSL final! 🎊
— PakistanSuperLeague (@thePSLt20) June 22, 2021
A resounding win over @IsbUnited.#HBLPSL6 | #MatchDikhao | #IUvPZ pic.twitter.com/21D6383feq
১৬তম ওভার শুরুর আগে আলিম দারের সঙ্গে কথা বলতে দেখা যায় জালমি অধিনায়ক ওয়াহাব রিয়াজ ও প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিককে। এরপর পরিবর্ত হিসেবে খালিদ উসমানকে মাঠে নামার অনুমতি দেন আম্পায়াররা। জানা গিয়েছে আম্পায়াররা নিশ্চিত ছিলেন না ইরফানের সত্যিই চোট লেগেছে কিনা সে ব্যাপারে। এরপর চিকিৎসকদের কাছ থেকে নিশ্চিত হয়ে তবেই ফিল্ডিং করা দলকে পরিবর্ত কোনও ক্রিকেটারকে মাঠে নামানোর অনুমতি দেওয়া হয়। ক্র্যাম্পের কারণেই এই বিপত্তি বলে পরে জানা যায়। ইসলামাবাদকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পেশোয়ার। কাল ফাইনালে মুখোমুখি হবে মুলতান সুলতান্স ও পেশোয়ার জালমি।
Multan Sultans and Peshawar Zalmi to battle for HBL PSL 6 glory
— PakistanSuperLeague (@thePSLt20) June 23, 2021
Read more: https://t.co/SgqJFYGwV1@MultanSultans @PeshawarZalmi #HBLPSL6 | #MatchDikhao pic.twitter.com/VOCOf6pQ6S