উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৪ জুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ জুন শুক্রবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৪ জুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৩.২)
বালুরঘাট (২৯.৯)
বাঁকুড়া (৩২.৪)
ব্যারাকপুর ( ৩১)
বহরমপুর (৩৫.৪)
বর্ধমান (৩৫)
ক্যানিং (৩২.৬)
কোচবিহার (৩৫.২)
দার্জিলিং ( ২০)
দিঘা (৩১.২)
কলকাতা (২৯.৯)
মালদহ (৩৩.৯)
পানাগড় (৩৩.২)
পুরুলিয়া ( ৩১.৩ )
শিলিগুড়ি (৩৪.৬)
শ্রীনিকেতন ( ৩৩.৫ )
ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
আগামী পাঁচ দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে। আগামী ৫ দিন একই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচল প্রদেশে। এছাড়াও ২৫ জুন নাগাদ বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ওড়িশায়। আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে।