ভরদুপুরেই কেঁপে উঠল লাহোর,মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের বাড়ির সামনে ভয়াবহ বিস্ফোরণ

ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় শীর্ষে রয়েছে তার নাম। জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। লস্কর-ই-তইবা ওরফে জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সইদ সহ আরও পাকিস্তানের আরও ৫ জঙ্গি নেতা সন্ত্রাসে আর্থিক মদতের দায়ে দোষী সাব্যস্তও হয়েছেন। কিন্তু পাকিস্তানের জামাই আদরেই এতদিন লাহোরে গা ঢাকা দিয়েছিলেন মুম্বই হামলার অন্যতম প্রধান এই মাস্টারমাইন্ড। এবার সেই হাফিজ সইদের বাড়ির সামনেই বুধবার দুপুরে ঘটে গেল ভয়াবহ বোমা বিস্ফোরণ। তবে এই পিছনে কাদের হাত রয়েছে সেই বিষয়ে পাক সরকারের তরফেও এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি।

শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনের আহত হওয়ার খবর মিলেছে। মারা গিয়েছেন ১ জন। লাহোরের জওহর শহরে এতদিন আত্মগোপনে ছিল এই কুখ্যাত জঙ্গি। সেখানেই বর্তমানে যে ডেরায় সে লুকিয়ে ছিল তার সামনেই আচমকা বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। অন্যদিকে পুলিশ এবং বোমা স্কোয়াডের লোকজন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন বিস্ফোরণটি এতটাই প্রবল ছিল যে মূহূর্তের মধ্যে হাফিজের সামনের এলাকাটা ঝলসে যায়। আশেপাশের বাড়িঘর এবং ভবনগুলির জানালাগুলি চুরচুর হয়ে কার্যত ভেঙে পড়ে। নিকটবর্তী একটি বিল্ডিংয়ে ব্যাপক ক্ষতি হয়ে বলে মনে করা হচ্ছে। এমনকী ভেঙে পড়া বাড়ি গুলিতে কেউ আটকে পড়েছে কিনা সেই বিষয়েও তল্লাশি চালাচ্ছে পুলিশ। পৌঁছেছে উদ্ধারকারী দলও। আহতদের ইতিমধ্যেই ব্যক্তিগত গাড়ি ও অটোরিকশায় জিন্নাহ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

More HAFIZ SAEED News  

Read more about:
English summary
Horrific blast in front of the house of notorious militant Lashkar-e-Taiba chief Hafiz Saeed in Lahore