মুকুল রায় মনোনয়ন জমা বিধানসভা.
বিজেপি অনুমান করেছিল, বিধায়ক পদ ছাড়বেন না মুকুল রায়। তিনি পাবলিক অ্যাকউন্টস কমিটি বা পিএসি-র চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিতে পারেন। সেইমতো কালিম্পংয়ের গোর্খা জনমুক্ত মোর্চার বিধায়ক রুডেন লেপচা মুকুল রায়ের নাম প্রস্তাব করেন। মুকুল রায় মনোনয়ন জমা দেন।
পিএসি-র চেয়ারম্যান পদে কে বসবেন, কমিটিতে ২০
আর বিজেপির তরফে ৬ জনের নাম প্রস্তাব করা হয়। সেই ছ-জন হলেন অশোক লাহিড়ী, বঙ্কিম ঘোষ, অম্বিকা রায়, বিবেকানন্দ বাউড়ি, নিখিলরঞ্জন দে ও তরুণ মাইতি। তৃণমূলের তরফে ১৪ জনের নাম জমা পড়েছে। মোট ২০ জনের কমিটি। এবার স্পিকার ঠিক করবেন, পিএসি-র চেয়ারম্যান পদে কে বসবেন।
মুকুল রায় তৃণমীলে যোগ দেওয়ার পর বাড়তি গুরুত্ব
মুকুল রায় দলে যোগ দেওয়ার পর তাঁকে বাড়তি গুরুত্ব দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলের সাংগঠনিক দায়িত্ব তাঁর উপর বর্তেছে। এবার বিধানসভাতেও তাঁকে গুরুত্বপূর্ণ পদে আনা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জন সত্যি হল বিধানসভায় মুকুল রায় মনোনয়ন জমা দেওয়ায়।
বিধানসভায় লড়াইয়ে মুকুল, শুভেন্দুকে বৃদ্ধাঙ্গুষ্ঠ
বিজেপি পিএসি কমিটির চেয়ারম্যান হিসেবে জন্য অশোক লাহিড়ীর নাম প্রস্তাব করে। আরও পাঁচজনের নাম তাঁরা দিয়েছেন কমিটির জন্য। তৃণমূল দিয়েছে মোয় ১৪ জনের নাম। কায়দা করে মুকুল রায়ের নামও তাঁরা রেখেছেন। মুকুল রায় খাতায় কলমে বিজেপির বিধায়ক। ফলে ওই কমিটির চেয়ারম্যান পদে কাকে দেখা যাবে, তা নির্ধারণ করবেন স্পিকার। পিএসির চেয়ারম্যান সাধারণত বিরোধী দলের কেউ হন। স্পিকার বলেন, আইন মেনেই কমিটির চেয়ারম্যান নির্ধারণ করা হবে।