দুই ম্যাচ পর ইউরো কাপে গোলের ভেলায় চেপে জয়ের সরণীতে ফিরল স্পেন। স্লোভাকিয়াকে ৫ গোল দিয়ে ই গ্রুপের শীর্ষ স্থানে থেকে টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছল লুইস এনরিকের দল। অন্যদিকে শুরুটা ভাল করেও একের পরপর গোল খেয়ে খেই হারিয়ে ফেলল স্লোভাকিয়া। ম্যাচের ফলাফল ৫-০।