শুনলেন না প্রধান বিচারপতি! নন্দীগ্রামের মামলা ছেড়ে দিন, বিচারপতি কৌশিক চন্দকে সরাসরি আর্জি মমতার আইনজীবীর

আইনজীবীদের বিক্ষোভে কাজ না হওয়ায় এবার সরাসরি আবেদন। নন্দীগ্রাম (nandigram) নিয়ে শুনানির আগের দিন সরাসরি বিচারপতি কৌশিক চন্দের (justice kaushik chanda) কাছে মামলা থেকে সরে যাওয়ার জন্য আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) আইনজীবী।

বিচারপতি চন্দের এজলাসেই নন্দীগ্রাম মামলা

বুধবার হাইকোর্টের তরফে অনলাইনে যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসেই রয়েছে নন্দীগ্রাম মামলার শুনানি। উল্লেখ করা প্রয়োজন যে আগেই বিচারপতি চন্দের এজলাসে মামলাটি দেওয়া হয়েছিল। কিন্তু এজলাস বদলের দাবি তুলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু।

বিচারপতি কৌশিক চন্দকে নিয়ে আপত্তি

বিচারপতি কৌশিক চন্দকে নিয়ে আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মামলার শুনানির আগেই তৃণমূলের তরফে বিচারপতি চন্দের বেশ কিছু পুরনো ছবি প্রকাশ করে তৃণমূলের তরফে দাবি করা হয় আইনজীবী থাকাকালীন সক্রিয় বিজেপি কর্মী ছিলেন তিনি। ফলে তিনি নন্দীগ্রাম মামলার বিচার করলে, এই মামলায় নিরপেক্ষতা বিঘ্নিত হতে পারে। হাইকোর্টের আইনজীবীদের একাংশ বিষয়টি নিয়ে ডেপুটেশনও দিয়েছিলেন। বিচারপতি চন্দ বলেছিলেন, মামলাকারীকে আদালতে উপস্থিত থাকতে হবে। সেই কারণে আগের শুক্রবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, তা একসপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছিল।

আইনজীবী হিসেবে বিজেপির হয়ে মামলা লড়েছিলেন

তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, আইনজীবী থাকাকালীন কৌশিক চন্দ বিজেপির হয়ে হাইপ্রোফাইল একাধিক মামলা লড়েছিলেন। তার মধ্যে রয়েছে মমতার সরকারের ইমাম ভাতা চালুর বিরোধিতা করে মামলা এবং অমিত শাহের সভা নিয়ে জটিলতার তৈরি হওয়ার মামলা। সেই কারণে বিচারপতি চন্দের এজলাস থেকে মামলা সরানোর আবেদন জানানো হয়।

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে মামলা

প্রসঙ্গত নন্দীগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর নিকটতম প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মামলার শুনানি শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল আপত্তি তোলে। পাশাপাশি প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দেওয়া চিঠিতে এজলাস বদলের আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, আইনজীবী থেকে বিচারপতি হওয়ার সময়ই তিনি আপত্তি তুলেছিলেন বিজেপি ঘনিষ্ঠ হওয়ায়।

পিকে-শরদ পাওয়ারদের বৈঠক 'গুরুত্বহীন'! ধনখড়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তৃণমূল ঘুরছে এদিক-ওদিক, কটাক্ষ অধীরেরপিকে-শরদ পাওয়ারদের বৈঠক 'গুরুত্বহীন'! ধনখড়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তৃণমূল ঘুরছে এদিক-ওদিক, কটাক্ষ অধীরের

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
Mamata Banerjee's lawyer appeals to Justice Kaushik Chanda to leave Nandigram case before hearing day