আলিপুরদুয়ারের গঙ্গাপ্রসাদের পথেই ইস্তফা বিজেপির আরও এক জেলা সভাপতির, দলবদল-জল্পনা তুঙ্গে

সাফল্য আসার পরেও আলিপুরদুয়ার (alipurduar) জেলার বিজেপির (bjp) সভাপতির পদ থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছে গঙ্গাপ্রসাদ শর্মা (gangaprasad sharma)। এই দলবদল অনুষ্ঠানে মুকুল রায় বলেছেন, শেষের শুরু। ওই দলত্যাগের রেশ কাটতে না কাটতেই বিজেপির আরও এক সাংগঠনিক জেলার সভাপতি পদত্যাগের চিঠি পাঠিয়েছেন রাজ্য নেতৃত্বের কাছে, এমনটাই খবর সূত্রের।

পদ থেকে অত্যাহতি চেয়ে চিঠি

জেলা সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে চিঠি পাঠিয়েছেন বিজেপির সাংগঠিক জেলা নদিয়া দক্ষিণের সভাপতি অশোক চক্রবর্তী। কেন এই নেতা বেসুরো নেতানেত্রীদের পথে হেঁটে পদত্যাগ পত্র পাঠালেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি তিনিও বিজেপি ছাড়ছেন, সেই প্রশ্নও উঠছে?

গঙ্গাপ্রসাদের মতোই সাফল্য এনেছেন ওই নেতা

আলিপুরদুয়ারে ৫ টি বিধানসভা আসন। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ওই ৫ টি আসনেই জয়লাভ করেছে। গঙ্গাপ্রসাদ শর্মা এই কাজে তাঁর অবদান রয়েছে বলে দাবি করেছেন। অন্যদিকে বিজেপির সাংগঠনিক নদিয়া দক্ষিণ জেলার সবকটি আসন বিজেপি দখল করেছে। আলিপুরদুয়ারের মতো এখানেও রয়েছে পাঁচটি আসন এবং এক সাংসদ। এত ভাল ফলের পরেও দায়িত্বে থাকা নেতা পদত্যাগ করতে চাইছেন, সেই প্রশ্ন উঠছে?

অভিমানী অশোক চক্রবর্তী

নিজের ইস্তফা প্রসঙ্গে অশোক চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দলের বহর বেড়েছে। নিজের এলাকায় এক সাংসদ ও পাঁচ বিধায়কের কথা তিনি উল্লেখ করেছেন। এছাড়াও একাধিক পঞ্চায়েতও যে বিজেপির দখলে রয়েছে, তাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। পদত্যাগী নেতা বলেছেন, এবার দলকে পরিচালনা করতে আরও ভাল নেতৃত্বের প্রয়োজন। সেই জন্যই তানি দায়িত্ব ছাড়ছেন। দলের কেউ বলছেন অভিমানী অশোক চক্রবর্তী। আবার কেউ বলছেন, দলে কোণঠাসা করার প্রচেষ্টা শুরু হয়েছিল অশোক চক্রবর্তীকে। তাই আগে থেকেই নিজের অবস্থান জানিয়ে রাখলেন তিনি।

যোগ দিচ্ছেন না অন্য দলে

বর্তমান পরিস্থিতিতে কি তিনি অন্য কোনও দলে যোগ দিতে চলেছেন, প্রশ্নের উত্তরে অশোক চক্রবর্তী সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছে, বিষয়টি নিয়ে তিনি কিছুই জানেন না। তবে ওই নেতার সঙ্গে কথা বলে যদি কোনও সমস্যা থাকে তা মেটানোর চেষ্টা করা হবে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর। ওই নেতার ইস্তফা পত্র এখনও গ্রহণ করেনি রাজ্য বিজেপি নেতৃত্ব।

মানুষের আবেগের কথা বলছেন বার্লা, জল্পনা বাড়ালেন বিজেপির আরও এক সাংসদমানুষের আবেগের কথা বলছেন বার্লা, জল্পনা বাড়ালেন বিজেপির আরও এক সাংসদ

More BJP News  

Read more about:
English summary
Nadia south BJP president Ashok Chakraborty resigns from his post like Gangaprasad Sharma
Story first published: Wednesday, June 23, 2021, 16:18 [IST]