ICC WTC Final: সাউদি ফেরালেন রোহিত ও গিলকে, নজর রিজার্ভ ডে-র দিকে

প্রত্যাশিতভাবেই বৃষ্টিবিঘ্নিত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল গড়াল রিজার্ভ ডে-তে। পঞ্চম দিনে পড়ল ১০ উইকেট। প্রথম ইনিংসে ৩২ রানে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬৪। ভারত এগিয়ে ৩২ রানে। শুভমান গিল ৮ ও রোহিত শর্মা ৩০ রানে টিম সাউদির বলে আউট হয়েছেন। চেতেশ্বর পূজারা ৫৫ বলে ১২ ও বিরাট কোহলি ১২ বলে ৮ রান করে অপরাজিত রয়েছেন। নিয়ম অনুযায়ী শেষ দিনে সর্বাধিক ৯৮ ওভার খেলা হবে। কিন্তু আজও ৯৮ ওভার বা বৃষ্টির পর ঘোষণামতো ৯১ ওভার হয়নি। ফলে কালকের প্রথম সেশনই গড়ে দিতে পারে ফাইনালের ভাগ্য। ১৪৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে একক না যুগ্ম বিশ্বচ্যাম্পিয়ন পাবে বিশ্ব ক্রিকেট তা স্পষ্ট হবে আগামীকালের সাউদাম্পটনের রোজ বোলে।

ব্যর্থ গিল

ভারতের দুই ওপেনারই লেগ বিফোর হন। ম্যাচের একাদশ ওভারের চতুর্থ ওভারে আউট হন শুভমান গিল। রিভিউ নেওয়ার ইচ্ছা থাকলেও রোহিত শর্মার পরামর্শে সে পথে হাঁটেননি। ৩৩ বলে ৮ রান করেন গিল। ভারতের ওপেনিং জুটি ভাঙে ২৪ রানে।

রোহিতও ফিরেছেন

এরপর চেতেশ্বর পূজারাকে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রোহিত শর্মা। ১২১ মিনিট ক্রিজে কাটিয়ে দিনের শেষদিকে এসে জাজমেন্ট দিতে গিয়ে এলবিডব্লু হন। ৮১ বলে তিনি ৩০ রান করেছেন। ভারতের জয়ের আশা জিইয়ে রাখতে রোহিত শর্মার ক্রিজে থাকার অবশ্যই দরকার ছিল। পূজারার পরামর্শে তিনিও রিভিউ নেননি। রোহিত শর্মা আউট হন ২৭তম ওভারের পঞ্চম বলে। রোহিতের উইকেট হারানোর পর সেই সময় ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৫১।

সাউদিকে সামলাতে বিরাট ভরসা

রোহিত আউট পর দিনের খেলা আর কিছুক্ষণ বাকি থাকলেও কোনও নাইটওয়াচম্যান পাঠাননি বিরাট কোহলি। সামনে থেকে নেতৃত্ব দিতে তিনি নিজেই নামেন। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা। বিরাট কোহলির থেকে বড় রান প্রত্যাশা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। শতরানের খরা মেটার প্রত্যাশাও রয়েছে।

নিউজিল্যান্ডের লিড

এর আগে, ভারতের ২১৭ রানের জবাবে এদিন চা বিরতির আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৪৯ রানে। ১৭৭ বলে ৪৯ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। টিম সাউদি ৩০ ও কাইল জেমিসন ২১ রান করেন। লোয়ার অর্ডারে তাঁদের ব্যাটিংই গুরুত্বপূর্ণ লিড বাড়াতে সাহায্য করে নিউজিল্যান্ডকে।

ভারতীয় বোলিং

ভারতীয়দের মধ্যে সফলতম বোলার মহম্মদ শামি। ২৬ ওভারে ৮টি মেডেন-সহ ৭৬ রানের বিনিময়ে ৪ উইকেট নিলেন। ইশান্ত শর্মা ২৫ ওভারে ৯টি মেডেন-সহ ৪৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন। অশ্বিন নিয়েছেন ২৮ রানে দুই উইকেট। রবীন্দ্র জাদেজা নেন একটি উইকেট। তবে সামগ্রিকভাবে হতাশ করেছেন জসপ্রীত বুমরাহ।

More ICC WORLD TEST CHAMPIONSHIP News  

Read more about:
English summary
Southee Sends Back Indian Openers As ICC WTC Final Heading Towards Exciting Finish On Reserve Day. NZ Took 32 Runs Lead In The First Innings. Rohit Out For 30 And Shubman Has Scored Only 8 In The Second Innings.
Story first published: Tuesday, June 22, 2021, 23:42 [IST]