ব্যর্থ গিল
ভারতের দুই ওপেনারই লেগ বিফোর হন। ম্যাচের একাদশ ওভারের চতুর্থ ওভারে আউট হন শুভমান গিল। রিভিউ নেওয়ার ইচ্ছা থাকলেও রোহিত শর্মার পরামর্শে সে পথে হাঁটেননি। ৩৩ বলে ৮ রান করেন গিল। ভারতের ওপেনিং জুটি ভাঙে ২৪ রানে।
রোহিতও ফিরেছেন
এরপর চেতেশ্বর পূজারাকে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রোহিত শর্মা। ১২১ মিনিট ক্রিজে কাটিয়ে দিনের শেষদিকে এসে জাজমেন্ট দিতে গিয়ে এলবিডব্লু হন। ৮১ বলে তিনি ৩০ রান করেছেন। ভারতের জয়ের আশা জিইয়ে রাখতে রোহিত শর্মার ক্রিজে থাকার অবশ্যই দরকার ছিল। পূজারার পরামর্শে তিনিও রিভিউ নেননি। রোহিত শর্মা আউট হন ২৭তম ওভারের পঞ্চম বলে। রোহিতের উইকেট হারানোর পর সেই সময় ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৫১।
সাউদিকে সামলাতে বিরাট ভরসা
রোহিত আউট পর দিনের খেলা আর কিছুক্ষণ বাকি থাকলেও কোনও নাইটওয়াচম্যান পাঠাননি বিরাট কোহলি। সামনে থেকে নেতৃত্ব দিতে তিনি নিজেই নামেন। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা। বিরাট কোহলির থেকে বড় রান প্রত্যাশা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। শতরানের খরা মেটার প্রত্যাশাও রয়েছে।
নিউজিল্যান্ডের লিড
এর আগে, ভারতের ২১৭ রানের জবাবে এদিন চা বিরতির আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৪৯ রানে। ১৭৭ বলে ৪৯ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। টিম সাউদি ৩০ ও কাইল জেমিসন ২১ রান করেন। লোয়ার অর্ডারে তাঁদের ব্যাটিংই গুরুত্বপূর্ণ লিড বাড়াতে সাহায্য করে নিউজিল্যান্ডকে।
ভারতীয় বোলিং
ভারতীয়দের মধ্যে সফলতম বোলার মহম্মদ শামি। ২৬ ওভারে ৮টি মেডেন-সহ ৭৬ রানের বিনিময়ে ৪ উইকেট নিলেন। ইশান্ত শর্মা ২৫ ওভারে ৯টি মেডেন-সহ ৪৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন। অশ্বিন নিয়েছেন ২৮ রানে দুই উইকেট। রবীন্দ্র জাদেজা নেন একটি উইকেট। তবে সামগ্রিকভাবে হতাশ করেছেন জসপ্রীত বুমরাহ।