সোনার দাম
১০ গ্রামে সোনার দাম এদিন ৪৭,০০০ টাকা হয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ১০ গ্রামে ০.১৯ শতাংশ বেড়েছে। ফলে ১০ গ্রামে সোনার দাম ৪৭,১৬৫ টাকা হয়েছে। ২২ জুন সকাল সাড়ে দশটা নাগাদ এই দর দাঁড়ায়।
রুপোর দাম
১ কেজিতে গতকাল রুপোর দাম ৬৬,৮০৪ টাকা। বিয়ের মরশুমে এদিকে অনেকটাই সস্তা রুপো। এরপর ২২ জুন রুপোর দাম ০.০৬ শতাংশ এদিন নেমেছে। ফলে রুপোর দাম ১ কেজিতে এদিন ৬৭,৭২৪ টাকা হয়েছে।
কলকাতায় সোনার দাম
কলকাতায় ২২ ক্যারেটে এদিন সোনার দাম ৪৬,২৭০ টাকা রয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম এদিন ৪৮,৯৭০ টাকা হয়েছে। গতকাল কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৬,২৮০ টাকা। ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৮,৯৮০ টাকা।
দিল্লি, মুম্বই, চেন্নাইতে সোনার দাম
দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,০৯০ টাকা, ২৪ ক্যারেটে ৫০,২৯০ টাকা। ২২ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে ৪৪,৬৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৭১০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,২২০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৭,২২০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)