কোভিড বিধির তোয়াক্কা না করেই বিয়েতে উদ্দাম নাচ বিজেপি সাংসদের, পিছিয়ে নেই কংগ্রেসও

দেশে করোনার রাশ আলগা হলেও এখনও পুরোপুরি কমেনি উদ্বেগ। কেন্দ্র সরকারের পাশাপাশি প্রায় সমস্ত রাজ্য সরকারই কোভিড বিধি মানার উপরেও জোর দিচ্ছেন। এমনকী অনেক জায়গাতেই এখনও জারি রয়েছে আংশিক লকডাউন। কিন্তু করোনা বিধিকে তোয়াক্কা না করেই বিয়ে বাড়িতে মাতোয়ারা হতে দেখা গেল রাজস্থানের বিজেপি সাংসদ কিরোদি লাল মীনাকে। যা ইতিমধ্যেই ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সূত্রের খবর, রাজস্থানের সওয়াই মাধোপুর জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েই এই কাণ্ড ঘটিয়েছেন এই গেরুয়া সাংসদ। এছাড়াও কংগ্রেস বিধায়ক ইন্দিরা মীনাকেও কোভিড বিদির তোয়াক্কা না করেই বদিলা গ্রামের একটি অনুষ্ঠানে লোকসঙ্গীত গাইতে ও নাচতে দেখা গেছে। তিনি আবার পেশায় চিকিৎসক। দুটি ভিডিও বর্তমানে দেদার শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

যদিও ভাইরাল ভিডিওতে বিজেপি সাংসদকে মাস্ক পড়ে থাকতে দেখা গেলেও তার চারপাশে ঘিরে থাকা মানুষদের সেসবে কোনও ভ্রুক্ষেই ছিল না। অন্যদিকে কংগ্রেস বিধায়ক আবার যে গ্রামের বিচিত্রা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেখানে বিন্দু মাত্রও মানা হচ্ছিল না সামাজিক দূরত্বের বিধিনিষেধ। কিন্তু দুই প্রভাবশালী জনপ্রতিনিধীর দুই সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকা সত্ত্বেও তাদের নাকের ডগায় এই কাজ কী করে হল তা নিয়ে প্রশ্ন উঠছে।

জম্মু ও কাশ্মীর ইস্যুতে মোদীর সর্বদলীয় বৈঠক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ফারুক আবদুল্লাহরা জম্মু ও কাশ্মীর ইস্যুতে মোদীর সর্বদলীয় বৈঠক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ফারুক আবদুল্লাহরা

প্রসঙ্গে উল্লেখ্য, বর্তমানে করোনার প্রকোপ ধীরে ধীরে কমতে শুরু করায় দিনের সীমিত সময়ের জন্য শপিংমল, জিম, রেস্তোঁরা ও স্পোর্টস কমপ্লেক্স চালু করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। যদিও এখনও সিনেমা হল, থিয়েটার এবং মাল্টিপ্লেক্সগুলি বন্ধ রয়েছে রাজস্থানে। এমতাবস্থায় জনপ্রতিনিধি হিসাবে রাজস্থানের এই দুই সাংসদ-বিধায়কের কাণ্ডজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ নেটিজেনরাও। প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে।

More RAJASTHAN News  

Read more about:
English summary
Rajasthan BJP MPs dance wildly at weddings without heeding covid rules