ভুলের পুনরাবৃত্তি করবেন না, এখনই সাবধান হন! একাধিক ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ রাহুলের

একাধিক ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানালেন রাহুল গান্ধী। একই সঙ্গে বর্তমান করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে চার পরামর্শ তাঁর। একই সঙ্গে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও কেন্দ্রের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা কংগ্রেস সাংসদের।

আজ মঙ্গলবার ভার্চুয়ালের মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী। সেখান থেকেই কার্যত ভ্যাকসিন সহ কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে রাহুল গান্ধীর পরামর্শ খুব শিঘ্র তৃতীয় ওয়েভ আছড়ে পড়বে। দ্বিতীয় ওয়েভের সময় যে ভুলগুলি করেছিলেন সেগুলির আর পুনরাবৃত্তি করবেন না।

এখন থেকেই তৃতীয় ওয়েভ নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ রাহুলের। এদিন কংগ্রেস সাংসদ মোদী সরকারকে কার্যত একহাত নেন।

তিনি বলেন, আমার অনেক পরিবার চেনাশুনা রয়েছে যাদের অনেকে শুধু অক্সিজেন না পেয়ে মৃত্যু হয়েছে। আমাদের দেশে অক্সিজেনের চাহিদা কম আছে তেমনটা তো নয়। শুধু প্ল্যানিংয়ের অভাব। এই প্রসঙ্গে মোদীকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, যখন দ্বিতীয় ওয়েভ দেশে ক্রমশ ভয়াবহা আকার নিচ্ছে তখন প্রধানমন্ত্রী বাংলার ভোটে ব্যস্ত রয়েছেন। গোটা দেশের অবস্থার দিকে নজর ছিল না বলে তীব্র আক্রমণ রাহুলের। একই সঙ্গে ভ্যাকসিন নিয়েও মোদীকে আক্রমণ রাহুলের।

তাঁর মতে, আমরা কোনও রাজনৈতিক লড়াই করতে আসেনি। কঠিন পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে মোদীর সঙ্গে দাঁড়িয়ে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে চাই।

কিন্তু প্রধানমন্ত্রী বিরোধীদের কথা শুনতে চান না। পালটা তাঁর মন্ত্রীদের দিয়ে আক্রমণ করান, তোপ সাংসদের। তাঁর মতে, কোভিড রুখতে বিরোধীদের মতামতও কেন্দ্রের নেওয়া উচিৎ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল আরও বলেন, ভাইরাসের বিরুদ্ধে একমাত্র অস্ত্র ভ্যাকসিন। গোটা দেশে গনটিকাকরণ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী সবসময় মার্কেটিংয়ে ঢুকে যাচ্ছেন। কখনও বলছেন টর্চ জ্বালাও।

আবার কখনও বলছেন হাততালি দাও। আবার কখনও বিশ্বের একাধিক দেশকে ভ্যাকসিন দিয়ে দিচ্ছেন। যার ফল দেশের মানুষকে ভুগতে হচ্ছে বলেও কটাক্ষ রাহুলের। এদিন ফের একবার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বলেন রাহুল।

তাঁর প্রশ্ন, বিশ্বের সবদেশ বিনামুল্যে ভ্যাকসিন দিচ্ছে, ভারতে কেন বেসরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিন কিনতে হবে। একাধিক ইস্যুতে এদিন মোদী সরকারকে আক্রমণের পাশাপাশি বেশ কয়েকটি পরামর্শও রাখেন রাহুল। তাঁর দাবি, করোনার ফলে বহু মানুষ আজ পথে বসে গিয়েছে।

পরিবারের মূল রোজগেরে মানুষের মৃত্যু ফলে একমুঠো খাবার নেই। তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান রাহুল। ব্যাংকের মাধ্যমে এই ক্ষতিপূরণ দেওয়া সরকারের উচিৎ বলে দাবি।

একই সঙ্গে বহু ছোট ছোট সংস্থা-ব্যাবসাও ডুবতে বসেছে তাঁদেরকেও বিশেষ আর্থিক সুবিধা দেওয়ার দাবি এদিন জানান রাহুল।

More RAHUL GANDHI News  

Read more about:
English summary
rahul gandhi targets modi sarkar on press conf at delhi