ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট মোকাবিলায় নয়া গাইডলাইন কেন্দ্রের

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে ঘুম ছুটেছে কেন্দ্রের। এই ভ্যারিয়েন্টকে ভারতের পক্ষে উদ্বেগজনক ঘোষণা করেছে মোদী সরকার। তারপরেই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের মোকাবিলায় নয়া গাইডলাইন জারি করল কেন্দ্র। মহারাষ্ট্র, কেরল এবং মধ্যপ্রদেশ সরকারকে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট মোকাবিলায় বেশ কয়েরটি পদক্ষেপের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

ঘুম ছুটিয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট

করোনার সেকেন্ড ওয়েভ কমে এলেও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ঘুম ছুটিয়েছে কেন্দ্রের। এই নিয়ে যথেষ্ট উদ্বেগে মোদী সরকার। গবেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন হয়তো এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টই নিয়ে আসবে করোনার থার্ড ওয়েভে। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। তাতে আরও উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র।

কোথায় ডেল্টা প্লাসে সংক্রমণ

ভারতের তিন রাজ্যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। তার মধ্যে ২২ জন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত। মহারাষ্ট্রের রত্নগিরি এবং জলগাঁওয়ে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। এছাড়া কেরল, মধ্যপ্রদেশেও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। তিন রাজ্যকেই সতর্ক করেছে কেন্দ্র। কারণ করোনার এই ভ্যাকিয়েন্ট ভয়ঙ্কর সংক্রমক।

নয়া গাইডলাইন কেন্দ্রে

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের মোকাবিলায় নয়া গাইড লাইন জারি করেছে কেন্দ্র। মহারাষ্ট্র, কেরল, মধ্যপ্রদেশ তিন রাজ্যের সরকারকেই এই গাইডলাইন পাঠিয়েছে কেন্দ্র। নয়া গাইডলাইনে বলা হয়েছে কন্টেনমেন্ট জোন করে যেন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট সংক্রমণের চেন ব্রেক করা হয়। পরীক্ষা বাড়িয়ে দিতে বলা হয়েছে। জেলায় জেলায় করোনা টিকাকরণ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে দ্রুত ল্যাবে পাঠাতে বলা হয়েছে।

থার্ড ওয়েভ আনতে পারে ডেল্টা

গবেষকরা দাবি করেছেন এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টই ভারতে করোনার থার্ড ওয়েভ নিয়ে আসতে পারে। ভারতে পাওয়া যাওয়ার আগে বিশ্বের ৮০টি দেশে এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। ডেল্টা ভ্যারিয়েন্টের মোকাবিলায় সক্ষম কোভ্যাকসিন ও কোভিশিল্ড। কিন্তু ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের মোকাবলায় ভারতের এই দুই ভ্যাকসিন কতটা নিরাপদ হবে তা এখনও জানা যায়নি।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Center issued new guiline to combat Delta Plus Varient of Coronavirus
Story first published: Tuesday, June 22, 2021, 22:43 [IST]