|
সুপারম্যান গিল
সাউদাম্পটনে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে চলতে থাকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পঞ্চম দিনে বোলিং দলের হয়ে উইকেটের খাতা খোলেন মহম্মদ শামি। নিউজিল্যান্ডের অভিজ্ঞ রস টেলরকে ফিরিয়ে দেন ভারতীয় ফাস্ট বোলার। শামির ওই বলে ড্রাইভ করতে যান কিউয়ি ব্যাটসম্যান। খানিকটা শূন্য থাকে বল। সেই সুযোগে শর্ট কভারে দাঁড়িয়ে থাকা শুভমান গিল নিজের ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তরুণ গিলের নাম পাল্টে তাঁকে 'সুপারম্যান' বলে সম্বোধন করা উচিত বলে মনে করেন নেটিজেনরা। উল্লেখ্য এর আগে উইকেটের পিছনে দাঁড়িয়ে একাধিক বিশ্বমানের ক্যাচ ধরা ঋদ্ধিমান সাহাকে সুপারম্যান অ্যাখ্যা দেওয়া হয়েছিল।
প্রথম ইনিংসে ব্যাট হাতে গিলের পারফরম্যান্স
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ইনিংসে রোহিত শর্মার সঙ্গে ভারতের শুরুটা ভালই করেন শুভমান গিল। দুই ক্রিকেটারের মধ্যে ৬২ রানের পার্টনারশিপ হয়েছিল। ৬৪ বলে ২৮ রানের ছোট অথচ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন গিল। তিনটি চার এসেছিল তাঁর ব্যাট থেকে।
|
উইকেটের পিছনে দক্ষ পন্থ
মাস দশেক আগেও উইকেটের পিছনে দাঁড়িয়ে ঋষভ পন্থের একের পর এক মিস ক্যাচ, স্ট্যাম্প এবং রান আউট নিয়ে সমালোচনার বন্যা বইত সোশ্যাল মিডিয়া জুড়ে। তরুণ তারকার সঙ্গে কিংবদন্তি এমএস ধোনির তুলনা টানতেও পিছপা হননি নেটিজেনদের একটা অংশ। সেই তারকাই এখন পরিণত। সমালোচনা গায়ে না মেখে নিজেকে তিল তিল করে তৈরি করা পন্থ, অভিজ্ঞ ঋদ্ধিমান সাহাকে সরিয়ে ভারতীয় টেস্ট দলের এক নম্বর উইকেটরক্ষক হয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ডান দিক এবং বাম দিকে ঝাঁপিয়ে বেশ কয়েকটি বল বাঁচিয়েছেন ঋষভ। যা দেখে মুগ্ধ হয়েছে সোশ্যাল মিডিয়া।
উইকেটের পিছনে সরব পন্থ
উইকেটের পিছনে যতটা দক্ষতার সঙ্গে বল বাঁচাচ্ছেন, ততটাই মুন্সিয়ানা নিয়ে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের নানা কথা বলে বিরক্ত করতেও সিদ্ধহস্ত ঋষভ পন্থ। সম্প্রতি টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষকের এই গুন চর্চায় রয়েছে। স্ট্যাম্পের পিছনে দাঁড়িয়ে পন্থের হিন্দি ভাষায় কথা বলা কিংবা গান করা নিয়ে আলোচনা করতে শোনা গিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদেরও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেই ঋষভই উইকেটের পিছনে দাঁড়িয়ে ক্রমাগত হিন্দিতে কথা বলে যাওয়ায় সরব হয়েছে সোশ্যাল মিডিয়া। তৈরি করা হয়েছে নানা ধরনের মিম।