৯১ দিনে দেশে সর্বনিম্ন করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা, একনজরে পরিসংখ্যান

দেশে ৫০ হাজারের নিচে ফের নামল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনার জেরে দেশে আক্রান্ত হয়েছেন ৪২,৬৪০ জন। শেষ একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮১,৮৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও নেমেছে দুই হাজারের নিচে। ফলে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৬৭ জন।

ভ্যাকসিনের নয়া রেকর্ড

করোনার দ্বিতীয় স্রোতের পর খানিকটা স্বস্তির আবহ দেশে । যদিও এইমসের তরফে সাফ জানানো হয়েছে যে আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই করোনার তৃতীয় স্রোত দেশে আছড়ে পড়তে চলেছে। এদিকে, ২১ জুন করোনা ভ্যাকসিনের নয়া নীতি গ্রহণ করেই দেশ একদিনে ভ্যাকসিনের নতুন রেকর্ড গড়ে ফেলেছে। দেশে একদিনে ৮০ লাখের বেশি গতকাল ভ্যাকসিন ডোজ পেয়েছেন মানুষ।

সর্বমোট করোনা পরিসংখ্যান

প্রসঙ্গত, করোনার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২,৯৯,৭৭,৮৬১ জন। মোট করোনা জয়ীর সংখ্যা ২,৮৯,২৬,০৩৮ জন। করোনার জেরে দেশে মোট মৃতের সংখ্যা ৩,৮৯,৩০২ জন।

দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা

প্রসঙ্গত, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬,৬২,৫২১ জন। এযাবৎকালে মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ২৮,৮৭,৬৬,২০১ জনকে। উল্লেখ্য়, সেপ্টেম্বর মাসের মধ্যে দেশের একটা বড় অংশকে টিকাকরণের আওতায় আনার প্রচেষ্টায় প্রশাসন।

ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আশঙ্কা

এদিকে, একদিকে যেমন দেশ করোনা টিকাকরণে নয়া রেকর্ড কায়েম করেছে, তেমনই অন্যদিকে, হুয়ের তরফে এক বিশেষজ্ঞ জানিয়েছেন যে, ভ্যাকসিনের কার্যকারিতা ডেল্টা ভ্যারিয়েন্ট ক্ষীণ করে দিতে পারে। তাঁর দাবি একটা সময় গুচ্ছ খানেকট ভ্যারিয়েন্ট একসঙ্গে আসতে পারে জীবজগতে। এমন পরিস্থিতিতে তৃতীয় ওয়েভের আশঙ্কার মধ্যেই উদ্বেগে দেশ।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
India reports 42,640 new COVID19 cases, which is lowest in 91 days