সম্প্রতি দেশে করোনা মহামারি নিয়ন্ত্রন ও ভ্যাকসিনেশন পদ্ধতি নিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। এরই পাল্টা এবার রাহুলের ভ্যাকসিনেয়ন হয়েছে কিনা তা জানতে চাইল বিজেপি৷ পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে ভ্যাকসিনেশনে রাজনীতির রং লাগানোর অভিযোগও এনেছে বিজেপি।
কী বলছেন বিজেপি নেতা সম্বিৎ পাত্র
দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে সম্বিৎ বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ভ্যাকসিনেশনেও রাজনীতির রং লাগাতে চাইছে কংগ্রেস। এসব ছেড়ে ওরা বলুক রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা ভাদরা ও রবার্ট ভাদরা ভ্যাকসিন নিয়েছে না নেননি! সঙ্গে তিনি রাহুল গান্ধীকে কটাক্ষ করে আরও যোগ করেন, রাহুল গান্ধীর উচিৎ ঘরে বসে ভার্চুয়ালি সভা ও মন্তব্য না করে উনি কংগ্রেস শাসিতগুলি ঘুরে দেখুন৷ উনি গিয়ে দেখুন সারা দেশের মধ্যে কংগ্রেসী রাজ্যগুলো ভ্যাকসিনেশন ও করোনা মোকাবিলায় কতটা পিছিয়ে। ওঁর মনে রাখা দরকার দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরুই হয়েছিল কংগ্রেস শাসিত রাজ্য থেকে।
রাহুলকে আক্রমণ করতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও
রাহুলকে 'জ্ঞানিবাবা' বলে কটাক্ষ করে স্মৃতি টুইটারে লেখেন, জ্ঞানিবাবা যখন প্রধানমন্ত্রীর শুভ উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলছে তার আগে ওঁর দেখা উচিৎ কোন রাজ্যে কোভিডের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছিল৷ সেটা একটা কংগ্রেস শাসিত রাজ্য। কোন রাজ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ এবং মৃত্যু হয়েছে, সেটাও একটা কংগ্রেস শাসিত রাজ্য।
তবে শুধু শীর্ষ বিজেপি নেতারা নন একইসঙ্গে বিজেপি কর্মী-সমর্থকরাও রাহুল গান্ধীর ভ্যাকসিনেশন নিয়ে তথ্য চেয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট শুরু করেছে৷ এখন দেখার এটাই যে রাহুল কিভাবে এই খোঁচা সামলাবেন৷