Copa America : আত্মঘাতী গোল ও সুযোগ নষ্টের জেরে পেরুর বিরুদ্ধে শক্তিশালী কলম্বিয়ার হার

রক্ষণের ভুল এবং আত্মঘাতী গোলে কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে গতবারের ফাইনালিস্ট পেরুর বিরুদ্ধে হার হজম করতে হল শক্তিশালী কলম্বিয়াকে। ম্যাচের ফলাফল ২-১। এই জয়ের ফলে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এ গ্রুপের তৃতীয় স্থানে উঠে এসেছে পেরু। হেরেও ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে কলম্বিয়া।

Copa America : রক্ষণের ভুল ও আত্মঘাতী গোলে পেরুর বিরুদ্ধে শক্তিশালী কলম্বিয়ার হার

৪-২-৩-১ ছকে নেমে বলের দখল থেকে নিজেদের মধ্যে পাস খেলার ক্ষেত্রে পেরুকে টেক্কা দিচ্ছিল কলম্বিয়া। বারবার আক্রমণে উঠে আসছিলেন মিগুয়েল বোর্জা, এডউইন কারদোনারা। একই ছকে নেমে মূলত প্রতি আক্রমণ নির্ভর রণনীতিতে এগোচ্ছিল পেরু। বড় বড় পাস খেলে কলম্বিয়ার ডিফেন্স ভাঙার প্রচেষ্টায় ছিল গতবারের টুর্নামেন্ট রানার্সরা। শুরুর দিকে সেই পরিকল্পনা বিফল হলেও শক্তিশালী কলম্বিয়াকে প্রথম ধাক্কা দেয় পেরুই।

খেলার গতির বিরুদ্ধে গিয়ে ম্যাচের প্রথম গোলটি করে পেরু। ১৭ মিনিটে সার্জিও পেনার বুট থেকে আসে সফলতা। ম্যাচের প্রথমার্ধের অবশিষ্ট সময়ে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচ উপভোগ্য হয়ে ওঠে। যদিও প্রথমার্ধে আর গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পেরুর ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে শক্তিশালী কলম্বিয়া। সেই রণনীতিতে সফলতাও পায় রেইনাল্দো রুদেড়ার দল। পেরুর ডিফেন্ডারদের ভুলে ৫৩ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে সমতা ফেরায় কলম্বিয়া। স্পট কিক থেকে গোল করেন মিগুয়েল বোর্জা।

পাল্টা আক্রমণে উঠে কলম্বিয়ার ডিফেন্সকে ছত্রভঙ্গ করতে থাকে পেরুও। ৬৩ মিনিটে একটি কর্নার পেয়ে যায় গত কোপার রানার্সরা। বাঁ-দিক থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে গেলে সেটি কলম্বিয়া ডিফেন্ডারের গায়ে লেগে গোলে প্রবেশ করার উপক্রম তৈরি হয়। গোললাইন থেকে বল ক্লিয়ার করার চেষ্টা করেন গোলরক্ষক। কিন্তু বল ততক্ষণে লাইন পেরিয়ে যাওয়ায় রেফারি সেটিকে গোল ঘোষণা করেন।

#CopaAmérica 🏆

🇨🇴 Colombia 1 🆚 2 Perú 🇵🇪

⏱️ 75’
⚽ 🇵🇪 Sergio Peña (16’)
⚽ 🇨🇴 Miguel Borja -p- (53’)
⚽ 🇵🇪 Yerry Mina -e/c- (64’)#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/S9wpStqiVv

— Copa América (@CopaAmerica) June 21, 2021

এক গোলে পিছিয়ে পড়ার পরে দ্বিতীয়ার্ধে গোল করার মোক্ষম কয়েকটি সুযোগ পেয়েছিল কলম্বিয়া। সেগুলি কাজে লাগাতে পারেননি সে দলের স্ট্রাইকাররা। অন্যদিকে সুযোগ নষ্ট করেছে পেরুও। সেই গোলগুলি হলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত।

More COPA AMERICA News  

Read more about:
English summary
Copa America : Peru beat Colombia in a very important match