সোনার দাম ২১ জুন
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন ১০ গ্রামে ৪৬,৭২৮ টাকা হয়েছে। দৈনিক বাজার দরের ফারাকের বিচারে ১০ গ্রামে ০.২ শতাংশ দাম নেমেছে সোনার। শেষ তিন দিনের সেশনে সোনার দাম ১৯০০ টাকা পড়েছে। যা ভারতের সোনার বাজারে একটি বড় ঘটনা। মাসের শুরুতে যা দর ছিল সোনার, তা থেকে এদিন ২,৭০০ টাকা সস্তা হয়েছে সোনা।
রুপোর দাম
১ কেজিতে এদিন রুপোর দাম ৬৬,৮০৪ টাকা। বিয়ের মরশুমে এদিকে অনেকটাই সস্তা রুপো। রুপোর দাম গত কয়েক মাসে যেখানে ৭০ হাজারের ঘর ছুঁয়েছে, সেখান এদিন রুপোর দাম দাঁড়িয়েছে ৬০ হাজারের ঘরে। এদিকে, সোনার দামের পড়ন্ত গতি ইটিএফ ক্রেতাদের মুখে হাসি ফুটিয়েছে।
কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৬,২৮০ টাকা। ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৮,৯৮০ টাকা। জামাইষষ্ঠীর মরশুম পেরিয়ে বিয়ের মরশুমে ২৪ ক্যারেটে সোনার দাম কল্লোলিনী তিলোত্তমায় ৫০ হাজারের নিচে নামায় স্বস্তি ফিরেছে বহু ক্রেতার মনে।
অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৪, ৩৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৩৮০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৬,২২০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,২২০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,১০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,৩০০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)