আজ থেকে গোটা দেশে শুরু ১৮ বছরের উর্ধ্বে ফ্রি টিকাকরণ, জেনে নিন কিছু জরুরি তথ্য

আজ থেকে গোটা দেশে শুরু হল ১৮ বছরের উর্ধ্বে সকলের ফ্রি করোনা টিকাকরণ। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা করেছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দানিয়েছেন করোনা টিকাকরণে গতি আনা হবে জুলাই-অগস্ট মাসে। দিনে ৫০ লক্ষ টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপাচ্ছে কেন্দ্র। কিন্তু সব রাজ্যে সেটা সম্ভব না হতে পারে। পশ্চিমবঙ্গেই শুরু হচ্ছে এই টিকাকরণ কর্মসূচি কারণ টিকার ঘাটতি।

ফ্রি টিকাকরণ

আজ থেকে গোটা দেেশ শুরু হল করোনার ফ্রি টিকাকরণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতোই ১৮ বছরের উর্ধ্বে সকলের বিনামূল্যে করোনার টিকাকরণ দেবে কেন্দ্র। সেই ঘোষণা মতোই আজ থেকে শুরু হয়েছে কর্মসূচি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন এখনও পর্যন্ত ৩০ কোটি টিকা দেওয়া হয়েছে গোটা দেশে। তাতে আরও গতি আনার চেষ্টা করা হচ্ছে। জুলাই- অগাস্ট মাসে করোনা টিকায় গতি আনবে কেন্দ্র।

কেন্দ্রের নতুন ভ্যাকসিন নীতি

আগে করোনার ভ্যাকসিন নীতি নিয়ে সুপ্রিম কোর্টের কাছে রীতিমত ভর্ৎসনার শিকার হতে হয়েছে কেন্দ্র। কেন রাজ্যগুলিকে বেশি দামে টিকা কিনতে হচ্ছে এই নিয়ে সরব হয়েছিলেন তাঁরা। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকাকরণ করা হবে। তারপরেই প্রধানমন্ত্রী ঘোষণা করেন ৭৫ শতাংশ করোনা টিকা দেবে কেন্দ্র। অর্থাৎ ১৮ বছরের উর্ধ্বে সকলকে করোনা টিকা ৭৫ শতাংশ দেবে কেন্দ্র। কবে কোন রাজ্য কত ভ্যাকসিন পাবে সেটা ঠিক হবে সেই রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে। এমনই ঘোষণা করেছে কেন্দ্র। তার সঙ্গে সতর্ক করা হয়েছে ভ্যাকসিন নষ্ট হলে বরাদ্দেও প্রভাব পড়বে।

রেজিস্টেশনের প্রয়োজন

করোনা টিকাকরণে কো উইন অ্যাপে প্রথমে রেজিস্ট্রেশনের কথা বলা হলেও সেই নিয়ম শিথিল করা হয়েছে। রেজিস্ট্রেশনের এখন আর প্রয়োজন নেই বলে জানিয়েছে কেন্দ্র। ভ্যাকসিন সেন্টারে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন করলেই টিকা মিলবে। গ্রামাঞ্চলের কথা ভেবেই এই টিকাকরণের নিয়মের সরলীকরণ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

করেনা টিকাকরণে দুর্নীতির অভিযোগ

ইতিমধ্যেই কেন্দ্রের টিকাকরণ কর্মসূিচ নিয়ে দুর্নীতির অভিযোগ করেছে কংগ্রেস। করোনায় মৃতদের ক্ষতিপূরণ দেওয়া উচিত কেন্দ্রের এমনই দাবি জানিয়েছিল কংগ্রেস। সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলাও চলছিল। সেই মামলার প্রেক্ষিতে কেন্দ্র শীর্ষ আদালতকে জানিয়েছে করোনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিতে গেলে ত্রাণ তহবিল শূন্য হয়ে যাবে।

৮৮ দিনে সর্বনিম্ন দেশে করোনার দৈনিক সংক্রমণ, সাপ্তাহিক পজিটিভ রেট ৫ শতাংশের নীচে৮৮ দিনে সর্বনিম্ন দেশে করোনার দৈনিক সংক্রমণ, সাপ্তাহিক পজিটিভ রেট ৫ শতাংশের নীচে

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Free Coronavirus vaccination for 18 years and above start from today