৮৮ দিনে সর্বনিম্ন দেশে করোনার দৈনিক সংক্রমণ, সাপ্তাহিক পজিটিভ রেট ৫ শতাংশের নীচে

আরও কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। ৮৮ দিনে সর্বনিম্ন আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩,২৫৬ জন। কমেছে সাপ্তাহিক পজিটিভিিট রেটও। অর্থাৎ করোনার সেকেন্ড ওয়েভ এখন অনেকটাই ভাল জায়গায় রয়েছে। ইতিমধ্যেই একাধিক রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গেও কমছে করোনা ভাইরাসের সংক্রমণ।

দৈনিক সংক্রমণে পতন

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩,২৫৬ জন। ৮৮ দিনে যা সর্বনিম্ন বলে মনে করা হচ্ছে। কমেেছ অ্যাক্টিভ রোগীর সংখ্যাও, দেশে মাত্র ৭,০২,৮৮৭ জন অ্যাক্টিভ রোগী রয়েছেন। দেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২,৯৯,৩৫,২২১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,৮৮,৪৪,১৯৯ জন।

কমল মৃত্যুর সংখ্যাও

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ১৪২২ জন। কমেছে দৈনিক মৃত্যু। দেশে এখন করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৩,৮৮, ১৩৫ জন। দেশে মৃত্যুর সংখ্যা এখন অনেকটাই কমেছে। বাড়ছে সুস্থতার সংখ্যা। পশ্চিমবঙ্গেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেকটা কমেছে। কমেছে করোনায় মৃতের সংখ্যাও।

ফ্রি ভ্যাকসিনেশন শুরু

আজ থেকে গোটা দেশে শুরু হল ১৮ বছরের উর্ধ্বে সকলের বিনামূল্যে করোনা টিকাকরণ কর্মসূচি। দিনে ৫০ লক্ষ টিকাকরণে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যদিও প্রথমে দিনে এক কোটি টিকাকরণ করা হবে বলে জানিয়েছিল কেন্দ্র সরকার। করোনার থার্ড ওয়েভ আসার আগে ভ্যাকসিনে গতি আনতে চাইছে কেন্দ্র। এখনও পর্যন্ত দেশে ২৮,০০,৩৬,৮৯৮ জনের টিকাকরণ হয়েছে।

যোগ দিবসে মোদীর বার্তা

করোনা পরিস্থিতির মধ্যেই গোটা দেশে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা পরিস্থিতিতে যোগের গুরুত্ব বুঝিয়েছেন। তিনি বলেছেন যোগই একমাত্র প্রধান উপায় এই মহামারী পরিস্থিতিতে শরীরকে শক্তিশালী করার পদ্ধতি।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus update news of India on 21 June