পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন আগেই। এবার পিতৃ দিবসে খুশির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন জামাইকান কিংবদন্তি উসেইন বোল্ট ও তাঁর বান্ধবী কাসি বেনেট। এবার যমজ সন্তান এল তাঁদের ঘরে।
(ছবি- টুইটার)
বোল্টের মেয়ের নাম অলিম্পিয়া লাইটনিং। এবার নবজাতকদের একজনের নাম উসেইন যেটা রাখলেন সেই থান্ডার নামে তাঁকেই সকলে ডাকেন। থান্ডার বোল্ট। অপর নবজাতকের নাম সেন্ট লিও। দুই নবজাতকের এই নামকরণের ঘোষণা সোশ্যাল মিডিয়াতেই সকলকে জানিয়েছেন বোল্ট ও কাসি।
Olympia Lightning Bolt ⚡️
— Usain St. Leo Bolt (@usainbolt) June 20, 2021
Saint Leo Bolt ⚡️
Thunder Bolt ⚡️@kasi__b pic.twitter.com/Jck41B8j3J
১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডের মালিক উসেইন বোল্ট গত বছর মে মাসে প্রথম পিতৃত্বের স্বাদ পান। অলিম্পিক্সে ৮টি সোনাজয়ী বোল্ট মেয়ের নাম রাখেন অলিম্পিয়া। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ১০০ ও ২০০ মিটারে সোনা জিতেছিলেন। ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ১০০ ও ২০০ মিটারে সোনা জেতার পাশাপাশি ফোর ইনটু হান্ড্রেড মিটার রিলেতেও সোনা জেতেন। ২০১৬ সালের রিও অলিম্পিক্সে লন্ডন অলিম্পিক্সের পুনরাবৃত্তি ঘটান তিনটি বিভাগেই সোনা জিতে। ছোট থেকেই খেলার প্রতি ঝোঁক ছিল। ক্রিকেটের পাশাপাশি ফুটবলও খেলতেন। জামাইকার ছোট্ট শহর থেকে উঠে আসা সেই উসেইন সেন্ট বোল্ট অলিম্পিক্সের কিংবদন্তিদের একজন। তবে করোনা পরিস্থিতিতে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক্সে বোল্টের বিভাগে কে বা কারা সোনা জেতেন সেদিকে সকলেই তাকিয়ে।
২০১৭ সালে অ্যাথলেটিক্স কেরিয়ারকে বিদায় জানান উসেইন বোল্ট। ক্রিকেটের প্রতিও আগ্রহ রয়েছে। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি গায়ে ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ২০১৯ সালে প্রো ফুটবলে নামার লক্ষ্যে অস্ট্রেলিয়ান লিগে ট্রায়ালও দেন, যদিও এই সিদ্ধান্ত থেকে পরে সরে আসেন। তাঁর বিদ্যুৎ গতির জন্য কেউ তাঁকে ডাকেন লাইটনিং বোল্ট নামে। কেউ বলেন থান্ডার বোল্ট। উসেইন বোল্টের পুরো নাম উসেইন সেন্ট লিও বোল্ট। তাই স্বাভাবিকভাবেই তাঁর সন্তানদের নামকরণেও থাকে চমক। অলিম্পিক্সের সঙ্গে সাযুজ্য রেখে প্রথম সন্তানের নাম রাখেন অলিম্পিয়া লাইটনিং। এবার থান্ডার এবং নিজের নামেরই একটি অংশ নিয়ে সেন্ট লিও।