উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২২ জুন মঙ্গলবার সকাল পর্যন্ত আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৩ জুন বুধবার সকাল পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না হলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২২ জুন মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ জুন বুধবার সকাল পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূল, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩২.১)
বালুরঘাট (৩১)
বাঁকুড়া (৩১.১)
ব্যারাকপুর (৩০)
বহরমপুর (৩৪.৬)
বর্ধমান (৩৩)
ক্যানিং (২৯.৪)
কোচবিহার ( ৩১.৩)
দার্জিলিং ( ১৭.২)
দিঘা ( ৩২.৯)
কলকাতা ( ৩০.৪)
মালদহ (৩০.৪)
পানাগড় (৩৩.২)
পুরুলিয়া (৩১.৩)
শিলিগুড়ি (২৯.৪)
শ্রীনিকেতন (৩১.৪)
পূর্ব ও পশ্চিমে একের পর এক ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পশ্চিম এবং সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগরে। হরিয়ানা এবং সংলগ্ন এলাকার ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
দেশের বিস্তীর্ণ অংশে এখনও প্রবেশ করেনি মৌসুমী বায়ু
এছাড়াও আবহাওয়া দফতর জানিয়েছে রাজস্থানের একটা বড় অংশ, পশ্চিম উত্তর প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাবে এখনও মৌসুমী বায়ু প্রবেশ করেনি। তার আগেই তা শ্লথ হয়ে পড়েছে। এই জায়গাগুলিতে প্রাক বর্ষার বৃষ্টিও এখনও শুরু হয়নি। হলেও তা হয়েছে বিক্ষিপ্ত ভাবে।
মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি, কলকাতায় কমলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস