অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে দেশের জাতীয় রাজধানী দিল্লি। সুস্থতার পথ ক্রমশঃ চওড়া হচ্ছে এই রাজ্যের। সোমবার দিল্লিতে নতুন করে করোনা ভাইরাস কেস সনাক্ত হয়েছে ৮৯টি, যা এ বছরের মধ্যে সবচেয়ে কম। এই নিয়ে দিল্লিতে মোট করোনা ভাইরাস কেসের সংখ্যা ১৪.৩২ লক্ষে গিয়ে পৌঁছেছে এবং মৃতের সংখ্যা ২৪,৯২৫। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, কোভিড পজিটিভ রেট দাঁড়িয়ে আছে ০.১৬ শতাংশে।
১৬ ফেব্রুয়ারিতে দিল্লিতে দৈনিক করোনা কেস ধরা পড়েছিল ৯৪টি। তারপর এই প্রথমবার ৮৯টি কেস সনাক্ত হল। দৈনিক সংক্রমণ একশোর নীচে চলে গিয়েছে। রবিবার দিল্লিতে ১২৪টি নতুন কেস ও সাতটি মৃত্যু রেকর্ড হয়। জাতীয় রাজধানীতে পজিটিভ হার ছিল ০.১৭ শতাংশ। শনিবার দিল্লিতে এই মারণ ভাইরাসে সাতজনের মৃত্যু হয় এবং ১৩৫টি নতুন কেস সনাক্ত হয়। ওইদিন পজিটিভ হার ছিল ০.১৮ শতাংশ। দিল্লি সরকারের জারি করা স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৫৭,১২৮টি কোভিড–১৯ টেস্ট হয়।
দিল্লিতে মোট করোনা সংক্রমণ এখন ১৪,৩২,৩৮১–তে দাঁড়িয়ে, যার মধ্যে ১৪,০৫,৪৬০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। জাতীয় রাজধানীতে সক্রিয় করোনা কেসের সংখ্যা ১,৯৯৬, যার মধ্যে ৫৬৩ জন বাড়িতে আইসোলেশনে রয়েছে।