Euro 2020: রাউন্ড অব সিক্সটিনে ওঠার নিয়ম থেকে রোনাল্ডোর আরও রেকর্ডের হাতছানি

ইতালি, ওয়েলস, বেলজিয়াম ও নেদারল্যান্ডস ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ইউরোর শেষ ১৬-তে। আজ রাতে গ্রুপ সি থেকে আর কোন দল সরাসরি পৌঁছে যাবে রাউন্ড অব সিক্সটিনে তা চূড়ান্ত হবে। ইউক্রেন ও অস্ট্রিয়া ম্যাচ ড্র হলে ইউক্রেন চলে যাবে শেষ ১৬-তে, অপেক্ষা করতে হবে তিনে থাকা অস্ট্রিয়াকে। নেদারল্যান্ডস-উত্তর ম্যাসিডোনিয়া ম্যাচটি নিয়মরক্ষার। একইভাবে গ্রুপ বি থেকে রাশিয়া না ফিনল্যান্ড কার ভাগ্য খুলবে তা স্পষ্ট হবে বেলজিয়াম-ফিনল্যান্ড ও রাশিয়া-ডেনমার্ক ম্য়াচের ফলাফলের উপরেই। একনজরে দেখে নেওয়া যাক ইউরোর শেষ ১৬-তে যাওয়ার নিয়ম এবং কে কোথায় দাঁড়িয়ে।

ছয় গ্রুপের ১৬ দল

ইউরো কাপে গ্রুপ রয়েছে ৬টি। সেখান থেকে ১৬টি দল যাবে পরের রাউন্ডে। ৬টি গ্রুপের প্রথম ও দ্বিতীয় দল সরাসরি পৌঁছে যাবে শেষ ১৬-তে। ৬টি গ্রুপে তৃতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে থেকে সেরা চারটি দল পৌঁছাবে রাউন্ড অব সিক্সটিনে। যদি দেখা যায় কোনও গ্রুপে দলগুলির পয়েন্ট সমান সেক্ষেত্রে বিচার্য হবে হেড টু হেড রেকর্ড বা পারস্পরিক সাক্ষাত। তাতেও যদি দেখা যায় তিন বা তার বেশি দল সমান জায়গায় দাঁড়িয়ে তখন দেখা হবে গোলপার্থক্য, প্রাধান্য পাবে বেশি গোল করা। এতেও যদি সমস্যার সমাধান না হয় তখন একই মাপকাঠি ফের প্রযোজ্য হবে যে দলগুলি পরের রাউন্ডে যাওয়ার অপেক্ষায় তাদের মধ্যে যে ম্যাচ হয়েছে তার ক্ষেত্রে। অর্থাৎ যদি এই মাপকাঠির বিচারে এক জায়গায় থাকা তিনটি দলের মধ্যে একটি পরের রাউন্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করে এবং দুটি দল এক জায়গায় দাঁড়িয়ে থাকা তখন ওই দুই দলের পারস্পরিক সাক্ষাতে মাপকাঠিগুলো প্রয়োগ করে ঠিক হবে গ্রুপ থেকে কোন দল পরের রাউন্ডে যাবে।

সমস্যার সমাধান না হলে

এই মাপকাঠিগুলি প্রয়োগের পরও যদি দুই দলের টাই ভাঙা না যায় তখন যেগুলি বিচার্য হবে সেগুলি হল সব গ্রুপ ম্য়াচের গোলপার্থক্য, সব গ্রুপ ম্যাচে করা গোলের সংখ্যা, গ্রুপ ম্যাচে জয়ের সংখ্যা, পেনাল্টি শুটআউট, সবচেয়ে কম ডিসিপ্লিনারি পয়েন্ট, এমনকী ইউরো কোয়ালিফায়ারের ব্যৃাঙ্কিং। ডিসিপ্লিনারি পয়েন্ট ধরা হয় হলুদ কার্ডের জন্য ১ পয়েন্ট, দুটি হলুদ কার্ডে লাল কার্ডের জন্য ৩ পয়েন্ট, সরাসরি লাল কার্ডের জন্য ৩ পয়েন্ট এবং হলুদ কার্ড দেখার পর সরাসরি লাল কার্ড দেখলে চার পয়েন্ট। এই নিরিখে যাদের ডিসিপ্লিনারি পয়েন্ট কম থাকবে তারা থাকবে সুবিধাজনক জায়গায়। যদি কোনও গ্রুপে দেখা যায় দুটি দলই সমান জায়গায় দাঁড়িয়ে পরস্পরের বিরুদ্ধে খেলছে এবং ম্যাচের শেষেও সমান জায়গায় রয়েছে তাহলে কে নক আউট পর্বে যাবে তা নির্ধারিত হবে পেনাল্টি শুটআউটের মাধ্যমে।

তৃতীয় দলের কে কোথায় দাঁড়িয়ে

এবারের ইউরো কাপে ছয় দলের কে কোথায় দাঁড়িয়ে দেখা যাক। গ্রুপ এ-তে সুইজারল্যান্ড একটিতে জিতেছে, একটিতে হেরেছে এবং ড্র করেছে একটি। গোল করেছে চারটি, পাঁচটি গোল হজম করেছে, তাদের পয়েন্ট ৪। এফ গ্রুপে পর্তুগাল ২টি ম্যাচে একটিতে জিতেছে, একটিতে হেরেছে, ৫টি গোল করেছে, ৪টি গোল হজম করেছে। রোনাল্ডোদের পয়েন্ট তিন। গ্রুপ সি-তে অস্ট্রিয়া ২টি ম্যাচে একটিতে জিতেছে, একটিতে হেরেছে, তিনটি গোল করেছে, তিনটি হজম করেছে, তাদের পয়েন্ট তিন। বি গ্রুপের ফিনল্যান্ড ২টি ম্যাচের একটিতে জিতেছে একটিতে হেরেছে, একটি গোল করেছে, প্রতিপক্ষ একটি গোল করেছে, তাদের পয়েন্টও তিন। এই চারটি দল এই মুহূর্তে রয়েছে প্রথম চারে। ই গ্রুপে স্পেন ২টি ম্য়াচে ২টি ড্র করেছে। একটি করে গোল করেছে ও হজম করেছে। তাদের পয়েন্ট দুই। গ্রুপ ডি-তে ক্রোয়েশিয়া ২টি ম্যাচে ১টি ড্র করেছে, ১টিতে হেরেছে। একটি গোল করেছে, ২টি গোল হজম করেছে। তাদের পয়েন্ট ১।

রেকর্ডের গড়েছেন রোনাল্ডো

সবচেয়ে বেশি পাঁচবার ইউরো খেলতে নেমে পাঁচবারই গোল করে অনন্য নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মিশেল প্লাতিনির ইউরোয় সবচেয়ে বেশি গোলের রেকর্ড টপকে তাঁর ইউরো গোল এখন ১১। ৩৬ বছর ১৩০ দিনের মাথায় গোল করে বেশি বয়সে ইউরোয় করার পেপের গোলের রেকর্ডও ভেঙেছেন সিআর সেভেন। হাঙ্গেরি ম্যাচ জিতে ফ্যাব্রেগাস ও ইনিয়েস্তার সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডও টপকে গিয়েছেন, পর্তুগালের অধিনায়ক ইউরোয় ১২টি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছেন। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে মিরোস্লাভ ক্লোসের সবচেয়ে বেশি ১৯টি গোলের রেকর্ডটিও তিনি স্পর্শ করেছেন।

রেকর্ডের হাতছানি

আর দুটি গোল করলে তিনি স্পর্শ করবেন আল দায়ির আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১০৯টি গোলের রেকর্ড। ইউরোতে সবচেয়ে বেশি আটটি অ্যাসিস্টের রেকর্ড রয়েছে চেক প্রজাতন্ত্রের কারেল পোবোরস্কির, ইউরোয় রোনাল্ডোর অ্যাসিস্টের সংখ্যা সাত। স্পেনের সার্হিও রামোস ইউরোতে ১৮০টি ম্যাচ খেলেছেন। রোনাল্ডো ১৭৮টি। এবার পর্তুগাল সেমিফাইনাল খেলতে পারলেই রোনাল্ডো হয়ে যাবেন সবচেয়ে বেশি ইউরো ম্যাচ খেলার নতুন মালিক।

More EURO CUP News  

Read more about:
English summary
Twelve Remaining Spots In The Round of 16 Are Still Up For Grabs In Euro 2020. Cristiano Ronaldo Eying More Euro Records.
Story first published: Monday, June 21, 2021, 13:54 [IST]