|
সেরা মুরলীধরন
স্পোর্টস ব্রডকাস্টার স্টার স্পোর্টস মনোনিত ৫০ সদস্যের বিচারকের প্যানেল একবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ট (GOAT) টেস্ট বোলার নির্বাচন করেছে। প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট বিশেষজ্ঞ, ধারাভাষ্যকারদের এই দল শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরনকে এই সম্মানের যোগ্য বলে মনে করেছেন। এ লড়াইয়ে তিনি হারিয়েছেন অস্ট্রেলিয়ার গ্রেট শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা এবং দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার ডেল স্টেইনকে।
মুরলীধরনের কেরিয়ার
শ্রীলঙ্কার হয়ে মোট ১৩৩টি টেস্ট ম্যাচ খেলেছেন মুথাইয়া মুরলীধরন। ৮০০টি উইকেট নিয়েছেন। যা বিশ্বে সর্বাধিক। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট ৬৭ বার নিয়েছেন মুরলী। ৫১ রান দিয়ে নেওয়া ৯ উইকেট টেস্টের এক ইনিংসে তাঁর সেরা স্পেল। শ্রীলঙ্কার হয়ে ৩৫০টি ওয়ান ডে ম্যাচ খেলা মুরলীধরন ৫৩৪টি উইকেট নিয়েছেন। টি২০ ফর্ম্যাটেও ১৩টি উইকেট রয়েছে কিংবদন্তি।
শেন ওয়ার্নের কেরিয়ার
অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি টেস্ট ম্যাচ খেলা শেন ওয়ার্ন ৭০৮টি উইকেট নিয়েছেন। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট ৩৭ বার নিয়েছেন অজি লিজেন্ড। ৭১ রান দিয়ে নেওয়া ৮ উইকেট টেস্টের এক ইনিংসে ওয়ার্নের সেরা স্পেল। অস্ট্রেলিয়ার হয়ে ১৯৪টি ওয়ান ডে ম্যাচ খেলে ২৯৩ উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন।
গ্লেন ম্যাকগ্রার কেরিয়ার
অস্ট্রেলিয়ার হয়ে ১২৪টি টেস্ট ম্যাচ খেলেছেন গ্লেন ম্যাকগ্রা। ৫৬৩টি উইকেট নিয়েছেন কিংবদন্তি ফাস্ট বোলার। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট ২৯ বার নিয়েছেন গ্লেন। ২৪ রান দিয়ে নেওয়া ৮ উইকেট টেস্টের এক ইনিংসে তাঁর সেরা স্পেল। অস্ট্রেলিয়ার হয়ে ২৫০টি ওয়ান ডে ম্যাচ খেলে ২৭৯টি উইকেট নিয়েছেন প্রাক্তন বাঁ-হাতি ফাস্ট বোলার।
ডেল স্টেইনের কেরিয়ার
দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৩টি টেস্ট ম্যাচ খেলা ডেল স্টেইন ৪৩৯টি উইকেট নিয়েছেন। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট ২৬ বার নিয়েছেন স্টেইন। দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ান ডে এবং টি২০-তে যথাক্রমে ১৯৬ ও ৬৪টি উইকেট নিয়েছেন কিংবদন্তি ফাস্ট বোলার।