উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২২ জুন মঙ্গলবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর বৃহস্পতিবার নাগাদ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কথা আগেভাগেই জানিয়ে রেখেছে হাওয়া অফিস। এর মধ্যের বাকি দিনগুলিতে, বাকি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ জুন মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের ওপরে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। অন্যদিকে দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপের সঙ্গে ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এছাড়াও পশ্চিম রাজস্থান থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যা দক্ষিণ হরিয়ানা এবং উত্তর প্রদেশে থাকা নিম্নচাপ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৩.৪
বালুরঘাট ২৬.২
বাঁকুড়া ২৩.৯
ব্যারাকপুর ২৪.৮
বহরমপুর ২৫.৪
বর্ধমান ২৫
ক্যানিং ২৪
কোচবিহার ২৫.৬
দার্জিলিং ১২.৬
দিঘা ২৫.৫
কলকাতা ২৪.৯
মালদহ ২৫.৪
পানাগড় ২৪.৯
পুরুলিয়া ২৩.৫
শিলিগুড়ি ২৪.৫
শ্রীনিকেতন ২৩.৮