বৃষ্টি থেকে রেহাই নেই বিরাট কোহলি, কেন উইলিয়ামসনদের। তুমুল বর্ষণের জেরে সাউদাম্পটনের এজিয়াস বোলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন এক ওভারও খেলা হয়নি। দ্বিতীয় দিন ম্যাচ শুরু হলেও মেঘলা পরিবেশ এবং খারাপ আলোর জন্য খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। আজ তৃতীয় দিনও কি একই রকম পরিবেশ থাকবে সাউদাম্পটনে? আবহাওয়া দফতরের পূর্বাভাস কী?
খুব একটা খুশি হবেন না ক্রিকেট প্রেমীরা। কারণ রবিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনেও সাউদাম্পটনে দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভোর থেকেই আকাশের মুখ ভার। মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টিতে ছন্দ কাটার পূর্বাভাস রয়েছে। খেলা শুরুর সময় সাউদাম্পটনে ৪০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বেলা গড়াতেই বৃষ্টির হার কমবে বলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস। দুপুরে রৌদ্রজ্জ্বল পরিবেশেরও সাক্ষী থাকতে পারে সাউদাম্পটন। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে। ফলে আজ টেস্ট দ্বিতীয় দিনের থেকে বেশি ওভার খেলা হবে ধরে নেওয়া যায়।
শনিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনের সকালে সূর্যের মুখ দেখেছিল সাউদাম্পটন। তবে বেলা গড়াতেই কালো মেঘে ঢাকা পড়েছিল নীলিমা। নতুন করে আর বৃষ্টি না হওয়ায় স্যাঁতস্যাঁতে পরিবেশেই খেলা শুরু হয়েছিল। শুরুটা ভাল হলেও মধ্যাহ্নভোজের বিরতির আগে ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিলকে হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। চেতেশ্বর পূজারা আউট হওয়ার পর বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের ব্যাটিং টিম ইন্ডিয়াকে ভরসা জোগাচ্ছে।
খারাপ আলোর জন্য সময়ের আগেই সাউদাম্পটনে শেষ করে দিতে হয়েছে দ্বিতীয় দিনের খেলা। ৬৪.৪ ওভারের খেলায় ভারত যে কিছুটা হলেও অ্যাডভান্টেজে রয়েছে, তা অনায়াসে বলা যায়। ৩ উইকেট হারিয়ে ১৪৬ রানে ব্যাটিং করছে ভারত। ১২৪ বল খেলে ৪৪ রানে খেলছেন বিরাট কোহলি। ২৯ রানে অপরাজিত রয়েছেন অজিঙ্ক রাহানে। আজ খেলা কতটা গড়ায়, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব।