কোভিডে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ দেওয়া সম্ভব নয়, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

সম্প্রতি একটি ১৮৩ পেজের হলফনামায় মোদী সরকার সুপ্রিম কোর্টকে ক্ষতিপূরণ নিয়ে তাদের অপারগতা কথা জানিয়ে। কেন্দ্রের দেওয়া হলফনামায় বলা হয়েছে দেশে কোভিডে মৃতদের পরিবার কিছু ৪ লক্ষ টাকা দেওয়া সম্ভব নয়। এতে যারা অন্য রোগে মারা যাচ্ছেন তাদের প্রতি অবিচার করা হবে৷ পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিপূরণ শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে দেওয়ার নিয়ম রয়েছে৷

প্রথম ও দ্বিতীয় দু'টি করোনা ওয়েভে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত দেশ। এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষ ভারতীয় কোভিডে মারা গিয়েছেন৷ মৃত্যুর এই তালিকা প্রতিদিন লম্বা হচ্ছে৷ এরকম অবস্থায় কোভিড মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়েছিল। রবিবার তারই জবাবি হলফনামা দেশের সর্বোচ্চ আদাতলকে পাঠিয়েছে মোদী সরকার।

কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কী বলছে কেন্দ্র?

মৃত কোভিড পরিবার পিছু ৪ লক্ষ টাকা দেওয়ার অপারগতার কথা জানিয়ে কেন্দ্রের বক্তব্য, শেষ দু'বছরে বড় সময় ধরে লকডাউনে থাকতে হয়েছে দেশকে৷ এমনকী এখন দেশের বড় অংশে সম্পূর্ণ অথবা আংশিক লকডাউন রয়েছে৷ এতে ভারতের অর্থনীতি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারকে বিভিন্ন জলকল্যাণমূলক প্রকল্প নিতে হয়েছে মানুষের মুখে দু'বেলা খাবার তুলে দেওয়ার জন্য। ফ্রিতে ভ্যাকসিনেশন দেওয়ার জন্যও প্রচুর টাকা খরচ করা হচ্ছে৷ লকডাউনের কারণে সরকারের আয় কমেছে৷ এবং শেষ দেড় বছরে প্রচুর টাকা বিনিয়োগ করতে হয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রাখতে৷ স্বাভাবিকভাবেই এই মুর্হূতে ৪ লক্ষ পরিবারে ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার জায়গাতে নেই কেন্দ্র।

শাসন ব্যবস্থায় সুপ্রিম কোর্টকে নাক না গলানোর পরামর্শ কেন্দ্রের

কেন্দ্রের তরফে দেওয়া হলফনামায় সুপ্রিম কোর্টের পূর্বের কিছু রায়ের উল্লেখ করে বলা হয়েছে, কোর্ট যেন দেশের শাসন ব্যবস্থায় দখল না দেয়৷ দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ক্ষতিপূরণ-সহ প্রয়োজনীয় ব্যবস্থা সময় মতো কেন্দ্রের পক্ষ থেকেই নেওয়া হবে বলে কোর্টকে জানানো হয়েছে৷

More SUPREME COURT News  

Read more about:
English summary
t is not possible to pay Rs 4 lakh per family of the victims in Covid, the Center told the Supreme Court