করোনা ভাইরাসের আবহে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে রাজ্যে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমানে বিভিন্ন কোভিড হাসপাতালে এই নিয়োগ হবে বলে জানানো হয়েছে। কীভাবে আবেদন করা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি নম্বর : DH&FWS/ASL/21-22/168
মোট শূন্যপদ : ৩৩
কোন কোন শূন্যপদ
১) স্টাফ নার্স
২) মেডিক্যাল অফিসার
৩) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার
নিয়োগের মেয়াদ : সম্পূর্ণ অস্থায়ীভাবে দুই মাসের জন্য কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
১) স্টাফ নার্স - স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম বা বিএসসি নার্সিং।
২) মেডিক্যাল অফিসার - মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা এমসিআই-এর অধীনস্থ যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস।
৩) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার - মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা এমসিআই-এর অধীনস্থ যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস এবং নির্দিষ্ট বিষয়ে এমডি।
বয়সসীমা
১) স্টাফ নার্স - উর্ধ্বসীমা ৬২ বছর।
২) মেডিক্যাল অফিসার ও স্পেশালিস্ট - উর্ধ্বসীমা ৬৫ বছর।
বেতন
১) স্টাফ নার্স - প্রতি মাসে ১৭,২২০ টাকা।
২) মেডিক্যাল অফিসার - প্রতি মাসে ৪০ হাজার টাকা।
৩) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার - প্রতি মাসে ৫০ হাজার টাকা।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
২) আগামী ২২ জুন দুপুর ১২টায় হবে সাক্ষাৎকার।
৩) স্থান - CMOH Office, Kalyanpur satelite Township, Kalyanpur , Asansol.
আবেদনকারীর করণীয়
১) https://drive.google.com/file/d/1tTdQ6ZuvHDq6l2AY7cgN_bqQNS2oagw2/view লিঙ্কে ক্লিক করে পুরো বিজ্ঞপ্তি পড়ে নেওয়ার পাশাপাশি আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
২) পূরণ করা আবেদনপত্র, ছবি এবং প্রমাণ্য নথি সঙ্গে নিয়ে ইন্টারভিউ দিতে আসতে হবে।