কিডনির ক্ষতি করছে লং-কোভিড, সতর্ক করলেন চিকিৎসক

করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েও যেন মিলছে না মুক্তি। কোভিডের ভাইরাস শরীর থেকে গেলেও ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে যাচ্ছে শরীরের অনাক্রমণতা এবং বিশেষ কিছু অঙ্গের। সম্প্রতি চিকিৎসকদের গবেষণায় উঠে এসে চিন্তা করার মতো তথ্য। করোনা থেকে সেরে ওঠার ছ'মাসের মধ্যে নতুন কোনও অসুখ নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন অনেকেই। এই ছ'মাসের সময়টাকে লং কোভিডের নাম দিয়েছেন চিকিৎসকরা৷

ফর্টিসের কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক অতুল ইংলে সম্প্রতি একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের মাধ্যমে লং-কোভিড সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করেছেন৷ ডঃ অতুল জানিয়েছেন ওঁর কাছে এমন অনেক রোগী এসেছেন যাদের আগে কিডনির সমস্যা ছিল না। কিন্তু কোভিড থেকে সের ওঠার পর ছ'মাসের মধ্যে এই সমস্যা তৈরি হয়েছে৷ এবং এমনই ধীরে ধীরে এটা হয়েছে যে রোগী নিজেও টের পাননি৷ এবং রোগটা অনেকটা অ্যাডভান্স স্টেজের দিকে এগিয়েছে৷ অন্তত ১৩ শতাংশ কোভিড সেরে ওঠা রোগীর ক্ষেত্রে এই সমস্যা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

কী করণীয়?

চিকিৎসকরা এই ধরনের 'লং-কোভিড' এফেক্ট থেকে বাঁচার একমাত্র উপায় হল চেকাপে থাকে৷ মাঝে মাঝেই চিকিৎসকের পরামর্শ মতো স্বাস্থ্য পরীক্ষা করানো৷ যাতে রোগের প্রাথমিক লক্ষণগুলি ধরে নিয়ে একেবারে প্রাথমিক স্তরে চিকিৎসা শুরু করা সম্ভব হয়৷

ভারতে লং কোভিড নিয়ে খুব বেশি সচেতনতা তৈরি না হলেও প্রথম বিশ্বের দেশগুলিতে লং কোভিড নিয়ে রীতিমতো বড় আকারে গবেষণা শুরু হয়েছে৷ অনেক চিকিৎসক বিশেষজ্ঞরা নিরন্তর পরিশ্রম করছেন লংকোভিডের ঝুঁকি কীভাবে কমানো সম্ভব সেই পদ্ধতি খুঁজে পেতে৷

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Long-covid is damaging the kidneys, the doctor warned