ওপেনারদের দায়িত্ব
বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ইংল্যান্ডে সাফল্যে পেতে দুই ওপেনারকে ক্রিজে অনেকক্ষণ থাকতে হবে। নতুন বলকে পুরানোর মতো বানাতে হবে। আর এই কাজে ভারতকে যে বড় ভরসা করতে হবে রোহিত শর্মার উপর তা বলার অপেক্ষা রাখে না। রোহিত নিজে তো বড় ইনিংস খেলতে মুখিয়ে রয়েছেনই, অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা জল্পনার ফাঁকে অনুশীলনে অধিনায়ককে থ্রো ডাউন করতে দেখা গিয়েছে নির্ভরযোগ্য ওপেনারকে।
রোহিতের রেকর্ড
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজেও দুরন্ত ফর্মে ছিলেন রোহিত। আট বছরের কেরিয়ারে অবশ্য ইংল্যান্ডের মাটিতে একটিই টেস্ট তিনি খেলেছেন। ২০১৪ সালে সর্বাধিক ২৮-সহ এই টেস্টে তাঁর রান ছিল ৩৪। নিউজিল্যান্ডের মাটিতে রোহিত ২০১৪ সালেই দুটি টেস্ট খেলেছেন। মোট রান ১২২, সর্বাধিক ৭২। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবমিলিয়ে তিনি মোট পাঁচটি টেস্ট খেলেছেন। ২০১৬-এ দেশের মাটিতে সিরিজ খেলার পর কিউয়িদের বিরুদ্ধে ৫ টেস্টে তাঁর মোট রান ৯ ইনিংসে চারটি অর্ধশতরান-সহ ৩৬০, সর্বাধিক ৮২। গড় ৬০।
আত্মবিশ্বাসী রোহিত
নিউজিল্যান্ডের বোলাররা রয়েছেন দুরন্ত ফর্মে। তার মধ্যে ট্রেন্ট বোল্ট, টিম সাউদিকে নিজের আইপিএল দলে পেয়েছেন রোহিত শর্মা। কাইল জেমিসনকেও খেলেছেন আইপিএলে। সবমিলিয়ে বোলারদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ভালোই ওয়াকিবহাল রোহিত। আইসিসি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, টেস্টে পাঁচ দিনই আলাদা রকমের চ্যালেঞ্জ থাকে। তা নিয়ে তিনি প্রস্তুত। বেশি কিছু না ভেবে পরিস্থিতি বুঝে খেলাই মূল লক্ষ্য। সব চ্যালেঞ্জ মোকাবিলার আত্মবিশ্বাস নিয়ে নিজের সেরাটা মেলে ধরাতেই মনোযোগী রোহিত।
বিশেষ গান
রোহিত শর্মাকে উদ্বুদ্ধ করতে গলা ফাটাতে প্রস্তুত ভারত আর্মিও। ভারত আর্মির সদস্যরা রোহিতের জন্য বিশেষ গান বেঁধেছেন। যা শেয়ার করেছে রোহিতের আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্স।