পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চণ্ডীগড়ে মিলখা সিংয়ের শেষকৃত্য সম্পন্ন, ভারতরত্নের দাবি

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিজভূম চণ্ডীগড়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মিলখা সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কোভিড ১৯ বিধি মেনেই এই প্রক্রিয়ায় সামিল হয়েছিলেন প্রয়াত কিংবদন্তির পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। মিলখা সিংয়ের স্মরণে এক দিনের রাজ্য ঘোষণা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। মহীরূপের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ।

মিলখা সিংয়ের শেষকৃত্য সম্পন্ন

শুক্রবার রাতে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে হার স্বীকার করেন মিলখা সিং। শনিবার বিকেলে নিজভূম চণ্ডীগড়েই কিংবদন্তির শেষকৃত্য সম্পন্ন হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গ্যান স্যালুটের মাধ্যমে 'উড়ন্ত শিখ'-কে শেষ শ্রদ্ধা জানায় পাঞ্জাব সরকার। পরিবারের সদস্যরা ছাড়াও এই প্রক্রিয়ায় সামিল হয়েছিলেন পাঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের প্রশাসক ভিপি সিং বাদনোরে। উপস্থিত ছিলেন পাঞ্জাবের অর্থমন্ত্রী মনপ্রীত সিং বাদল ও হরিয়ানার ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং। চোখের জলে মিলখা সিং-কে বিদায় জানাল গোটা দেশ।

পাঞ্জাবে রাষ্ট্রীয় শোক

নিজের শেষ জীবন চণ্ডীগড়েই কাটিয়েছেন মিলখা সিং। পাঞ্জাব, চণ্ডীগড় এবং হরিয়ানার ক্রীড়াক্ষেত্রকে সম্বৃদ্ধ এবং প্রসারিত করতে সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করেছিলেন কিংবদন্তি। তুলে এনেছিলেন দুর্দান্ত সব প্রতিভা। সেসব মাথায় রেখেই মিলখা সিংয়ের স্মরণে একদিনের রাজ্য শোক ঘোষণা করেছে পাঞ্জাব সরকার।

মিলখাকে ভারতরত্ন দেওয়ার দাবি

৯১ বছর বয়সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হওয়া মিলখা সিং-কে ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছেন নেটিজেনরা। এশিয়ান গেমস থেকে দেশকে চারটি সোনা এনে দেওয়া কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়নকে ভারতের প্রকৃত গর্ব বলে দাবি করেছেন ক্রীড়াপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত নানা পোস্ট ভাইরাল হয়েছে।

চণ্ডীগড়ে কিরেণ রিজিজু

বিকেলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুর এক টুইট। যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা বয়ে কিংবদন্তির শেষকৃত্যে উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন। সেই পরম মুহুর্তে তাঁকে দেখা না গেলেও পরে চণ্ডীগড়ে মিলখা সিংয়ের পরিবারের সদস্যদের সঙ্গে কিরেণ রিজিজু দেখা করেছেন বলে জানানো হয়েছে।

More MILKHA SINGH News  

Read more about:
English summary
Milkha Singh cremated with full state honours in Chandigarh