সারদা মামলায় হাইকোর্টে জামিন দেবযানীর, পশ্চিমবঙ্গের সব মামলা থেকে অব্যাহতি

সারদ মামলায় (saradha case) কলকাতা হাইকোর্ট (calcutta highcourt) থেকে জামিন পেলেন অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় (debjani mukherjee)। এদিন আদালত তাঁর জামিন মঞ্জুর করে। ১৬ জুন হাইকোর্ট জানিয়ে দিয়েছিল শুনানি শেষ। তারপর ঘোষণাটাই বাকি ছিল।

আদালতে সিবিআইকে ভর্ৎসনা

১৫ জুন কলকাতা হাইকোর্টে মামলাটি উঠেছিল শুনানির জন্য। সেই সময় সিবিআই-এর তরফে সিবিআই-এর তরফে জামিনের শুনানি পিছনোর আবেদন জানানো হয়। সেই আবেদন খারিজ করে দিয়ে আদালত সিবিআইকে ভর্ৎসনা করেন। এরপর ১৬ জুন মামলার শুনানি শেষ হয়। ওই দিন রায়দান স্থগিত রাখা হয়েছিল।

৮ বছর পরে জামিন

গ্রেফতার হওয়ার প্রায় আটবছর পরে রাজ্যের সব মামলা থেকে অন্তর্বর্তী জামিন পেতে চলেছেন দেবযানী মুখোপাধ্যায়। এদিন কলকাতা হাইকোর্টেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অরিজিৎ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। দুলক্ষ টাকার বন্ডের পাশাপাশি শহর ছেড়ে না যাওয়া-সহ আরও বেশ কয়েকটি শর্তে তাঁকে জামিন দেওয়া হয়েছে।
২০১৩ সালে কাশ্মীর থেকে সুদীপ্ত সেনের সঙ্গে দেবযানী মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছিল। এই মামলায় তিন অভিযুক্তের মধ্যে কুণাল ঘোষের জামিন আগেই হয়েছিল। এবার দেবযানী জামিন পেলেন। বাকি রইলেন সুদীপ্ত সেন।

ওড়িশা ও অসমেও চলছে মামলা

পশ্চিমবঙ্গের মামলা থেকে অব্যাহতি পেলেও, ওড়িশা ও অসমের সারদা মামলা থেকে রেহাই পাননি দেবযানী। সেখানে তিনি এখনও অভিযুক্ত হিসেবেই রয়েছেন। ওই দুই রাজ্যের হাইকোর্টে জামিনের আবেদন করতে হবে। বর্তমানে দেবযানী মহিলা সংশোধনাগারে রয়েছেন। এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর হলেও এখনই জেলমুক্তি হচ্ছে না বলেই জানিয়েছেন আইনজীবীরা।

সারদায় দ্রুত উত্থান দেবযানীর

সারদা সংস্থায় দ্রুত উত্থান হয়েছিল দেবযানী মুখোপাধ্যায়ের। জুনিয়র একজিকিউটিভ থেকে একেবারে ডিরেক্টর পদে। তদন্তে জানা গিয়েছিল, দেবযানী সংস্থার টাকা পয়সার লেনদেনের বিষয়টি দেখতেন। ২০১৩ সালে দেবযানী মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হলেও, এই মামলার ট্রায়াল এখনও শুরু হয়নি।

জম্মু-কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠকের পথে মোদী, পদক্ষেপ নিয়ে শুরু জল্পনাজম্মু-কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠকের পথে মোদী, পদক্ষেপ নিয়ে শুরু জল্পনা

More SUDIPTA SEN News  

Read more about:
English summary
Debjani Mukherjee gets bail in Saradha case from Calcutta High Court