দেশের কোথাও লাল কোথাও কমলা সতর্কতা, বৃষ্টিশূন্য রাজস্থানের পাশে ভাসতে চলা একের পর এক রাজ্য

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর (monsoon) প্রভাবে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা ও কর্নাটকে প্রবল বৃষ্টি হয়েছে কিংবা হচ্ছে। এছাড়াও উত্তরভারতের বেশ কিছু রাজ্যে আকাশ মেঘলা, সেখানে মাঝারি বৃষ্টি হচ্ছে। ৩ জুন কেরলে মৌসুমী বায়ু প্রবেশের পরে দ্রুতগতিতে তা দেশের দুই তৃতীয়াংশে (two third) পৌঁছে গেলে, রাজস্থানের (rajasthan) একটা বড় অংশে তা অধরাই রয়ে গিয়েছে।

রাজস্থানকে বাদ দিয়ে সব জায়গায় বৃষ্টি ২৭-৩০ জুনের মধ্যে

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৭-৩০ জুনের মধ্যে রাজস্থানকে বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্রই পৌঁছে যাবে মৌসুমী বায়ু। এব্যাপের একটি চিত্র ইতিমধ্যেই প্রকাশ করেছে আবহাওয়া দফতর। সেখানে রাজস্থান ছাড়াও, উত্তর প্রদেশের পশ্চিমাংশ, পঞ্জাব এবং হরিয়ানার একটি বড় অংশে মৌসুমী বায়ু এখনও প্রবেশ করতে পারেনি বলেই দেখানো হয়েছে।

এই মুহূর্তে দেশে বৃষ্টির কারণ

এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য ভারী বৃষ্টি হচ্ছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, বিহার, ঝাডজ়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর ওড়িশায়। এছাড়াও উত্তর প্রদেশ ও সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে আগামী দু থেকে তিনদিন পূর্ব উত্তর প্রদেশে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও একটি নিম্নচাপ অক্ষরেখা গুজরাত উপকূল থেকে কেরল উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, কর্নাটক, কেরল ও মাহেতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

মহারাষ্ট্রে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফ থেকে শনিবার মুম্বইয়ে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও শহরতলির কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবারেই মুম্বই-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বৃষ্টি হয়।

আগামী তিনদিন পশ্চিমবঙ্গে আরও বৃষ্টি

বুধবার থেকে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হচ্ছে। যার জেরে কলকাতা এবং সন্নিহিত এলাকা এবং জেলাগুলির বিভিন্ন জায়গায় জল জমে যায়। নদীগুলিও ফুলে ফেঁপে ওঠে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশ এবং সন্নিহিত এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

কর্নাটকে লাল সতর্কতা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কর্নাটকের তিন জেলা দক্ষিণ কানাডা, উদুপি, উত্তরা কানাডায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। যার জেরে জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আরও চার জেলা কোডাগু, হাসান, চিকমাগালুরু এবং শিবামোগ্গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

ওড়িশায় ভারী বৃষ্টির সতর্কতা

আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ওড়িশার বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি যেসব জেলায় হতে পারে, তার মধ্যে রয়েছে, সুন্দরগড়, ঝাড়সুগুদা, বার্গার, সম্বলপুর, দেওঘর, আঙ্গুল, কেওঞ্ঝর, ময়ূরভঞ্জ, বালাসোর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জাজপুর, ঢেঙ্কানল।

দিল্লিতে প্রাকবর্ষার বৃষ্টি

দিল্লিতে এখনও মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়নি। সেখানে চলছে প্রাক বর্ষার বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মেঘলা আকাশের সঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

ফের সক্রিয় ঘূর্ণাবর্ত, বাংলার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসফের সক্রিয় ঘূর্ণাবর্ত, বাংলার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

More MONSOON News  

Read more about:
English summary
Monsoon yet to cover most part of Rajasthan but show red and orange alert in different state
Story first published: Saturday, June 19, 2021, 16:09 [IST]