করোনা ভাইরাসের (coronavirus) নতুন ভ্যারিয়েন্ট (variant)। ল্যামডা (lambda)নামে চিহ্নিত এই ভ্যারিয়েন্টকে গ্লোবাল ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট ( global variant of interest) বলেই চিহ্নিত করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। হু জানিয়েছে, এই ভ্যারিয়েন্ট প্রথমে চিহ্নিত করা হয়েছে, পেরুতে। ২০২১-এর এপ্রিল থেকে এথনও পর্যন্ত ৮১ জনের মধ্যে এই ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে।
(বিস্তারিত আসছে)