মহাকুম্ভের থেকে শিক্ষা নিল হরিদ্বার। দশেরা ও নির্জলা একাদশীর আগে বড় সিদ্ধান্ত ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। তাতে ঘোষণা করা হয়েছে এই দুই দিন গঙ্গা স্নান নিষিদ্ধ থাকবে হরিদ্বারে। যাতে ভিড় না বাড়ে সেকারণে ২০ এবং ২১ জুন বন্ধ থাকবে রাজ্যের সীমানা। কারণ পর পর এই দুদিনই রয়েছে বড় অনুষ্ঠান। গঙ্গাস্নানের জন্য ভিড় করবেন পুন্যার্থীরা।
বিস্তারিত আসছে