মুর্শিদাবাদে কংগ্রেসের জায়গায় বিজেপিকে গ্রহণ
এদিন দিলীপ ঘোষ দাবি করেন, মুর্শিদাবাদে কংগ্রেসের জায়গায় সাধারণ মানুষ বিজেপিকে গ্রহণ করেছেন। প্রসঙ্গত মুর্শিদাবাদের ২২ টি আসনের মধ্যে ২০ আসনে নির্বাচন হয়। তার মধ্যে তৃণমূল ১৮ টি এবং বিজেপি ২ টি আসন পায়। এদিন দিলীপ ঘোষ দাবি করেন, আগামী দিনে মুর্শিদাবাদে পুর নির্বাচনে বিজেপি ভাল ফল করবে।
ইলেকশন পিটিশন করবে বিজেপিও
এদিন দিলীপ ঘোষ জানিয়েছেন, আদালতে ইলেকশন পিটিশন করবে বিজেপিও। বিজেপির একটি বিশেষ দল এই বিষয়টি দেখছে। প্রস্তুতি প্রায় সম্পূর্ণ বলেই জানিয়েছেন দিলীপ ঘোষ।
৫০ আসনে দ্বিতীয়স্থানে বিজেপি
শুক্রবার রাজ্য বিজেপির সহসভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ৫০ টি আসনে বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে। এইসব আসনে বিজেপি প্রার্থীরা খুব কম ব্যবধানে হেরেছেন। ব্যবধান ১,২ ৩ হাজারের মধ্যে। তিনি অভিযোগ করেছিলেন, বেলা ১২ টার পরে অনেক জায়গাতেই তৃণমূলের গুণ্ডাদের ভয়ে বিজেপির এজেন্টরা গণনা কেন্দ্র ছাড়তে বাধ্য হয়েছিলেন। যার প্রভাব গণনায় পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি আরও জানিয়েছিলেন, দলের আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে, তাঁরাই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
আদালতে গিয়েছেন মমতা এবং তৃণমূল
একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পুনর্গণনার দাবি নিয়ে আদালতে গিয়েছেন, অন্যদিকে তৃণমূলের তরফ থেকে আরও চারটি আসনের পুনর্গণনার দাবি নিয়ে আদালতে যাওয়া হয়েছে। হেরে যাওয়ার ৪ তৃণমূল প্রার্থী বনগাঁ দক্ষিণের আলোরানি সরকার, গোঘাটের মানস মজুমদার, ময়নার সংগ্রাম দলুই এবং বলরামপুরের শান্তিরাম মাহাত আদালতে মামলা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে যে মামলাটি করা হয়েছে সেই মামলার শুনানি হওয়ার কথা আগামী বৃহস্পতিবার। অন্যদিকে মুখ্যমন্ত্রীর করা মামলায় বিচারপতি কৌশিক চন্দের এজলাস বদলের দাবি তোলা হয়েছে তৃণমূলের তরফে।