ICC WTC Final: রাহানেকে নিয়ে লড়ছেন ভারত অধিনায়ক, কাল 'বিরাট' দিন

পর্যাপ্ত আলোর অভাবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় দিনের খেলাও পুরো হল না। বৃষ্টিতে খেলার প্রথম দিন ভেস্তে যাওয়ার পর আজ দ্বিতীয় দিনে টস হেরে ব্যাট করতে নামে ভারত। তৃতীয় সেশনে নির্ধারিত সময়ের আগে খারাপ আলোর কারণে খেলা বন্ধ করে দিতে হয়। কিছুক্ষণ অপেক্ষা করার পরও আর খেলা শুরু করা যায়নি। দিনের শেষে ৬৪.৪ ওভারে ভারত তুলেছে ৩ উইকেটে ১৪৬ রান। আলো কমে আসায় চা বিরতি নেওয়া হয়েছিল আগে। তৃতীয় সেশনও দেরিতে শুরুর পর দুইবার বন্ধ করে দিতে হয় খেলা। ক্রিজে কোহলির সঙ্গে রয়েছেন রাহানে।

বৃষ্টির পর বাধা আলো

ফ্লাডলাই়ট জ্বালিয়েই এদিন খেলা হয়েছে। কিন্তু শেষের দিকে আর তা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। নিউজিল্যান্ড দলে কোনও স্পিনারও নেই। তবু আলোর অভাবে ম্যাচ বন্ধে স্বাভাবিকভাবেই সন্তুষ্ট হতে পারেনি কিউয়ি শিবির। কিন্তু ব্যাটসম্যানদের আপত্তিতে এবং আলোর পরিমাপ মেপে খেলা চালিয়ে যাননি আম্পায়াররা। এদিন খেলা শেষের সময়সীমা ছিল ভারতীয় সময়ে রাত সাড়ে দশটায়। তার আগেই আলোর অভাবে বন্ধ করতে হয় খেলা। চা বিরতিও নিতে হয়েছিল আগেই। দিনের শেষে ১২৪ বলে ৪৪ রান করে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি। তাঁর ইনিংসে রয়েছে একটি চার। চারটি চারের সাহায্যে ৭৯ বলে ২৯ রান করে তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ডেপুটি অজিঙ্ক রাহানে। চতুর্থ উইকেটের অবিচ্ছেদ্য জুটিতে বিরাট ও রাহানে যোগ করেছেন ৫৮ রান।

'বিরাট' দিন

কাল টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির দশ বছর পূর্তি হচ্ছে। ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৬২টি টেস্ট খেলার রেকর্ড এদিনই ধোনিকে টপকে নিজের দখলে নিয়ে নিয়েছেন বিরাট কোহলি। এদিন ব্যাটিংয়ের সময় ১০ রান পূর্ণ করতেই তিনি স্পর্শ করেছেন টেস্টে সাড়ে ৭ হাজার রানের মাইলস্টোন। ২০১৯ সালের নভেম্বরের পর থেকে তিনি আন্তর্জাতিক শতরান পাননি। টেস্ট কেরিয়ারের ২৬তম অর্ধশতরান থেকে বিরাট আর ৬ রান দূরে। তবে মেগা ফাইনালে ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে সেই শতরানের খরা বিরাট সাউদাম্পটনেই কাটিয়ে উঠুন, সেটাই চাইছেন ক্রীড়াপ্রেমীরা।

আত্মবিশ্বাসী শুরু

গতকাল টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর আজ টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ভারতের শুরুটা ভালোই করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। প্রথমে রোহিত শর্মার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট থেকে বাঁচলেও আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করছিলেন শুভমান গিল। ওপেনিং জুটিতে ওঠে ৬২ রান, ২০.১ ওভারে। মধ্যাহ্নভোজের আগের ঘণ্টায় এক রানের ব্যবধানে রোহিত শর্মা ও শুভমান গিল প্রায় একইরকমভাবে আউট হন। জেমিসনের বলে স্লিপে সাউদির হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত, ৬৮ বলে ৩৪ রান করে। দলের ৬৩ রানের মাথায় আউট হন অপর ওপেনার শুভমান গিল। ৬৪ বলে ২৮ রান করে তিনি নিল ওয়াগনারের বলে কট বিহাইন্ড হন।

ধাক্কা সামলালেন দুই মহারথী

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ২৮ ওভারে ২ উইকেটে ৬৯। বিরাট কোহলি ছয় ও চেতেশ্বর পূজারা ০ রানে অপরাজিত ছিলেন। লাঞ্চের পর পূজারার ইনিংসে প্রথম রান আসে ৩৬ বলের মাথায়, ওয়াগনারের বলে চার মেরে। এর পরের বলেও চার মারেন। তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ট্রেন্ট বোল্টের বলে লেগ বিফোর হন তিনি। ২টি চারের সাহায্যে ৫৪ বলে পূজারা করেন ৮। রিভিউ নেওয়ার ব্যাপারে ভাবলেও অধিনায়ক বিরাট কোহলি ঝুঁকি নিতে চাননি। পূজারা আউট হন দলের ৮৮ রানের মাথায়। তখন থেকেই ভারতকে টানছেন অধিনায়ক ও সহ অধিনায়ক।

More ICC WORLD TEST CHAMPIONSHIP News  

Read more about:
English summary
Bad Light Stopped Play As Virat-Rahane Partnership Looking For Big Total In ICC WTC Final. At The End Of Day Two India's First Innings Total 146 For The Loss Of Three Wickets.